হাবিবের সাথে আবার কায়া
.jpg)
হাবিবের সাথে আবার কায়া ইনফো ডেস্ক : জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ ‘কৃষ্ণ’ অ্যালবামের সঙ্গীতায়োজনের মধ্যদিয়ে গানের ভুবনে পা রাখেন। একই অ্যালবামে কণ্ঠ দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা করেন কায়া হাসান।’কৃষ্ণ’ অ্যালবামের ব্যাপক সফলতার পর হাবিবের সঙ্গীতে ‘মায়া’ ও ‘আনন্দ’ শিরোনামের দুটি অ্যালবাম প্রকাশ করেন কায়া। সেগুলোও ব্যবসায় সফলতা অর্জন করে। দীর্ঘ সময় পর আবারো হাবিবের সঙ্গীতায়োজনে একটি গান করতে যাচ্ছেন কায়া। বাউল সম্রাট শাহ আবদুল করিমের ‘আমি বাঁচিবো কেমনে গো প্রাণ বন্ধু ছাড়া’ গানটিতে কণ্ঠ দেবেন তিনি। এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘কায়ার গায়কীয় নিয়ে কোনো কিছু বলার দরকার নেই।’কৃষ্ণ’ অ্যালবামের ব্যাপক সফলতাই তা বলে দিয়েছে। ফোক ফিউশনে কায়ার কণ্ঠ চমৎকার। এবারো তার কণ্ঠে তেমনই একটি গান থাকছে। দু'চার দিনের মধ্যেই গানটির রেকর্ডিং করব।’ এ প্রসঙ্গে কায়া বলেন, ‘নতুন গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। টিভি চ্যানেলের পাশাপাশি গানটি বিশেষ কোনো অ্যালবামেও প্রকাশ করা হবে।’ লন্ডন প্রবাসী কায়া ১১ আগস্ট সপরিবারে দেশে এসেছেন। পহেলা সেপ্টেম্বরই তিনি লন্ডনে ফিরে যাবেন। জানা গেছে, আগামী বছরের শুরুর দ...