Posts

Showing posts with the label Habib

হাবিবের সাথে আবার কায়া

Image
হাবিবের সাথে আবার কায়া  ইনফো ডেস্ক : জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ ‘কৃষ্ণ’ অ্যালবামের সঙ্গীতায়োজনের মধ্যদিয়ে গানের ভুবনে পা রাখেন। একই অ্যালবামে কণ্ঠ দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা করেন কায়া হাসান।’কৃষ্ণ’ অ্যালবামের ব্যাপক সফলতার পর হাবিবের সঙ্গীতে ‘মায়া’ ও ‘আনন্দ’ শিরোনামের দুটি অ্যালবাম প্রকাশ করেন কায়া। সেগুলোও ব্যবসায় সফলতা অর্জন করে। দীর্ঘ সময় পর আবারো হাবিবের সঙ্গীতায়োজনে একটি গান করতে যাচ্ছেন কায়া। বাউল সম্রাট শাহ আবদুল করিমের ‘আমি বাঁচিবো কেমনে গো প্রাণ বন্ধু ছাড়া’ গানটিতে কণ্ঠ দেবেন তিনি। এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘কায়ার গায়কীয় নিয়ে কোনো কিছু বলার দরকার নেই।’কৃষ্ণ’ অ্যালবামের ব্যাপক সফলতাই তা বলে দিয়েছে। ফোক ফিউশনে কায়ার কণ্ঠ চমৎকার। এবারো তার কণ্ঠে তেমনই একটি গান থাকছে। দু'চার দিনের মধ্যেই গানটির রেকর্ডিং করব।’ এ প্রসঙ্গে কায়া বলেন, ‘নতুন গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। টিভি চ্যানেলের পাশাপাশি গানটি বিশেষ কোনো অ্যালবামেও প্রকাশ করা হবে।’ লন্ডন প্রবাসী কায়া ১১ আগস্ট সপরিবারে দেশে এসেছেন। পহেলা সেপ্টেম্বরই তিনি লন্ডনে ফিরে যাবেন। জানা গেছে, আগামী বছরের শুরুর দ...

চলচ্চিত্রের প্রচারে কলকাতায় হাবিব

Image
চলচ্চিত্রের প্রচারে কলকাতায় হাবিব টেকনো ডেস্ক : ঈদ উৎসবকে সামনে রেখে কলকাতায় মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘বিন্দাস’। পূর্ববঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘তোমাকে ছেড়ে আমি’ শিরোনামে গানটি এ সিনেমাতে ব্যবহার করা হয়েছে। আর তাই পরিচালক রাজিব কুমারের আমন্ত্রণে সিনেমার প্রচারণার কাজে কলকাতায় গেছেন হাবিব। তিনি জানান, সোমবার থেকে কলকাতায় সিনেমাটির প্রচার শুরু করেছেন। সিনেমাটি নিয়ে বিভিন্ন মিডিয়ার সঙ্গেও কথা বলছেন। তাছাড়া সেলফিসহ বেশকিছু ফটোসেশন করে অনলাইনের মাধ্যমেও এর প্রচার চালাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইলফোনে সংবাদমাধ্যমকে হাবিব আরো বলেন, "এখানে এসে আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার গাওয়া গানটি শহরের বিভিন্ন দোকানে ও রাস্তার মোড়ে মোড়ে শোনা যাচ্ছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মসের ওয়েবসাইটে ও অনলাইনেও দর্শকদের প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। তাছাড়া বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং এফএম রেডিওতেও সাক্ষাৎকার দেয়ার কথার রয়েছে। " হাবিব আরো জানান, কলকাতার বেশ কয়েকজন পরিচালকের সঙ্গেও নতুন সিনেমাতে গান গাওয়ার বিষয়ে কথাবার্তা চলছে। রাজিব কুমারের পরিচালনায়...