চলচ্চিত্রের প্রচারে কলকাতায় হাবিব

চলচ্চিত্রের প্রচারে কলকাতায় হাবিব

টেকনো ডেস্ক : ঈদ উৎসবকে সামনে রেখে কলকাতায় মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘বিন্দাস’। পূর্ববঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘তোমাকে ছেড়ে আমি’ শিরোনামে গানটি এ সিনেমাতে ব্যবহার করা হয়েছে। আর তাই পরিচালক রাজিব কুমারের আমন্ত্রণে সিনেমার প্রচারণার কাজে কলকাতায় গেছেন হাবিব।
তিনি জানান, সোমবার থেকে কলকাতায় সিনেমাটির প্রচার শুরু করেছেন। সিনেমাটি নিয়ে বিভিন্ন মিডিয়ার সঙ্গেও কথা বলছেন। তাছাড়া সেলফিসহ বেশকিছু ফটোসেশন করে অনলাইনের মাধ্যমেও এর প্রচার চালাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইলফোনে সংবাদমাধ্যমকে হাবিব আরো বলেন, "এখানে এসে আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার গাওয়া গানটি শহরের বিভিন্ন দোকানে ও রাস্তার মোড়ে মোড়ে শোনা যাচ্ছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মসের ওয়েবসাইটে ও অনলাইনেও দর্শকদের প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। তাছাড়া বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং এফএম রেডিওতেও সাক্ষাৎকার দেয়ার কথার রয়েছে। "
হাবিব আরো জানান, কলকাতার বেশ কয়েকজন পরিচালকের সঙ্গেও নতুন সিনেমাতে গান গাওয়ার বিষয়ে কথাবার্তা চলছে। রাজিব কুমারের পরিচালনায় ‘বিন্দাস’ সিনেমাটিতে অভিনয় করেছেন দেব, শ্রাবন্তী, সায়ন্তীকা প্রমুখ। ছবিটি ২৫ জুলাই মুক্তি পাবে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি