Posts

Showing posts with the label MOM

মমর নতুন সিদ্ধান্ত

Image
মমর নতুন সিদ্ধান্ত ইনফো ডেস্ক :মাত্র কয়েকদিন আগেই জাকিয়া বারী মম ঘোষনা দিয়েছিলেন তিনি আর ছোটপর্দায় অভিনয় করবেন না। এখন থেকে শুধু সিনেমাতেই কাজ করবেন তিনি। তবে সে ঘোষনা থেকে সরে এসেছেন মম। নিয়েছেন নতুন সিদ্ধান্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মম এখন থেকে সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করবেন। অতি সম্প্রতি একটি নাটকে কাজ করার কথা পাকাপাকি করেছেন তিনি। নাটকের নাম ‘ইরাবতী ফ্যান্টাসি’। এটি রচনা ও পরিচালনা করছেন সেতু আরিফ। এখানে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। জানা গেছে, নাটকটির চিত্রায়ন হবে কক্সবাজারে। মম ও মিলনের বাইরেও এখানে আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম। নাটকে একজন চাকরিজীবী নারীর ভূমিকায় দেখা যাবে মমকে। আসছে কোরবানির ঈদে কোন একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানা গেছে। মম বলেন, আমি মনে প্রাণে চেয়েছিলাম শুধু বড় পর্দাতেই কাজ করবো। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে উঠেনি। বড় পর্দায় কাজ করার পর অবসর মিললেই কেবল নাটক-টেলিছবিতে কাজ করছি। তবে সেক্ষেত্রে অনেক পছন্দসহ গল্প ও চরিত্র হলেই শুধু করছি। এর বাইরে নয়। 

ঈদের চার নাটকে মম

Image
ঈদের চার নাটকে মম ইনফো ডেস্ক : ঈদের জন্য এখন পর্যন্ত চারটি নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এসএ হক অলিকের পরিচালনায় আহসান হাবিবের রচনায় মম অভিনয় করেছেন ‘দ্য ফেইÑ ইভেন ম্যানেজমেন্ট’ ও অলিকেরই রচনায় ‘টুকরো মেঘের গল্প’ নাটকে। প্রথমটিতে তিনি অভিনয় করেছেন সজলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে এবং দ্বিতীয়টিতে তিনি অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজের বিপরীতে। এই দুটি নাটক প্রচার হবে এটিএন বাংলায় ও বাংলাভিশনে। সকাল আহমেদের নির্দেশনায় বীণা আলমের রচনায় মম অভিনয় করেছেন ‘কাব্য কথা’ নাটকে। এ নাটকেও তার বিপরীতে আছেন সজল। অন্যদিকে শফিকুর রহমান শান্তনুর রচনায় ও বিইউ শুভর পরিচালনায় অপূবের্র বিপরীতে অভিনয় করেছেন ‘শেকড়’ নাটকে। মম জানান, ঈদ উপলক্ষে আরো বেশক’টি নাটকে তার অভিনয়ের কথা রয়েছে। এদিকে মম এরই মধ্যে একজন চিত্রনায়িকা হিসেবে দুটি ছবির কাজ শেষ করেছেন। একটি রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’। অন্যটি শিহাব শাহিন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’।’প্রেম করবো তোমার সাথে’ মম অভিনয় করেছেন জায়েদ খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে এবং ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভ’র বিপরীতে। লাক্সতারকা হওয়ার পর মম প...

স্কুলজীবনে অনেক প্রেমপত্র পেয়েছি মম

Image
স্কুলজীবনে অনেক প্রেমপত্র পেয়েছি মম ইনফো ডেস্ক : অভিনেত্রী ও মডেল মম‘র সম্প্রতি ছবি ‘প্রেম করব তোমার সাথে’ ডাবিং শেষ করে। বর্তমানে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং করছেন। এই ছবি তিনি নীলা নামে একটি চরিত্রের অভিনয় করছেন মম। ‘প্রেম করব তোমার সাথে’ ডাবিং করার অভিজ্ঞতা আমার একেবারেই নেই বলেই চলে। তাই প্রথম প্রথম অনেক ভয় পেয়েছিলাম। ডাবিং করার সময় আসলে নিজেকেই নকল করতে হয়। তাই কাজটি করা সত্যিই অনেক কঠিন। তবে সবার সাহায্যে আমি ভালোভাবেই কাজটি শেষ করতে পেরেছি। ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং... শুটিং অনেক ভালো হচ্ছে। শিহাব শাহীন অসাধারন একজন পরিচালক। তাঁর পরিচালনায় আগেও বিভিন্ন নাটকে অভিনয় করেছি। এবার চলচ্চিত্রে অভিনয় করে অনেকটাই ভালো লাগছে। ইতি মধ্যে ছবিটির প্রায় আশি ভাগ কাজ শেষ। ’ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমার সহ-শিল্পী আরিফিন শুভ। এর আগে আমরা একসঙ্গে দুটি নাটকে অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমাকে নীলা চরিত্রে দেখা যাবে। চরিত্রটি সম্পর্কে শুধু বলব, অসাধারন একটি চরিত্র। এখানে নীলাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে হবে। তবে আমার বাস্তব জীবনের সঙ্গে চরিত...