স্কুলজীবনে অনেক প্রেমপত্র পেয়েছি মম
স্কুলজীবনে অনেক প্রেমপত্র পেয়েছি মম
ইনফো ডেস্ক : অভিনেত্রী ও মডেল মম‘র সম্প্রতি ছবি ‘প্রেম করব তোমার সাথে’ ডাবিং শেষ করে। বর্তমানে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং করছেন।
এই ছবি তিনি নীলা নামে একটি চরিত্রের অভিনয় করছেন মম।
‘প্রেম করব তোমার সাথে’
ডাবিং করার অভিজ্ঞতা আমার একেবারেই নেই বলেই চলে। তাই প্রথম প্রথম অনেক ভয় পেয়েছিলাম। ডাবিং করার সময় আসলে নিজেকেই নকল করতে হয়। তাই কাজটি করা সত্যিই অনেক কঠিন। তবে সবার সাহায্যে আমি ভালোভাবেই কাজটি শেষ করতে পেরেছি।
‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং...
শুটিং অনেক ভালো হচ্ছে। শিহাব শাহীন অসাধারন একজন পরিচালক। তাঁর পরিচালনায় আগেও বিভিন্ন নাটকে অভিনয় করেছি। এবার চলচ্চিত্রে অভিনয় করে অনেকটাই ভালো লাগছে। ইতি মধ্যে ছবিটির প্রায় আশি ভাগ কাজ শেষ।
’ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমার সহ-শিল্পী আরিফিন শুভ। এর আগে আমরা একসঙ্গে দুটি নাটকে অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো।
‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমাকে নীলা চরিত্রে দেখা যাবে। চরিত্রটি সম্পর্কে শুধু বলব, অসাধারন একটি চরিত্র। এখানে নীলাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে হবে। তবে আমার বাস্তব জীবনের সঙ্গে চরিত্রটি যথেষ্ট মিলে আছে। আমি বড় হয়েছি মফস্বল শহরে। আমাদের বাসা থেকে স্কুলের দূরত্ব অনেক কম ছিল। তাই হেঁটেই স্কুলে যেতাম। অনেক ছেলেই আমাকে দেখার জন্য সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত। আর আমার বাসার পাশের একটি ছেলে আমাকে দূর থেকে গিটার বাজিয়ে গান শোনাত। স্কুলজীবনে অনেক ছেলেই গুলতি দিয়ে বাসায় চিরকুট পাঠাত। এ জন্য বাসার জানালার অনেক কাচ ভেঙ্গেছে। তবে মজার ব্যাপার হলো, কখনো কোনো ছেলের সঙ্গে আমার কথা হয়নি।
বর্তমান ব্যস্ততার মাঝে সেসব স্মৃতি মনে পড়লে অনেক হাসি পায়।
‘প্রেম করব তোমার সাথে’ এবং ‘ছুঁয়ে দিলে মন’ ছবির মধ্যে পার্থক্য...
দুটি ছবিতে দর্শক আমাকে পুরোপুরি ভিন্ন আঙ্গিকে দেখবেন। দুটি ছবির গল্পই অনেক সুন্দর।
ইনফো ডেস্ক : অভিনেত্রী ও মডেল মম‘র সম্প্রতি ছবি ‘প্রেম করব তোমার সাথে’ ডাবিং শেষ করে। বর্তমানে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং করছেন।
এই ছবি তিনি নীলা নামে একটি চরিত্রের অভিনয় করছেন মম।
‘প্রেম করব তোমার সাথে’
ডাবিং করার অভিজ্ঞতা আমার একেবারেই নেই বলেই চলে। তাই প্রথম প্রথম অনেক ভয় পেয়েছিলাম। ডাবিং করার সময় আসলে নিজেকেই নকল করতে হয়। তাই কাজটি করা সত্যিই অনেক কঠিন। তবে সবার সাহায্যে আমি ভালোভাবেই কাজটি শেষ করতে পেরেছি।
‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং...
শুটিং অনেক ভালো হচ্ছে। শিহাব শাহীন অসাধারন একজন পরিচালক। তাঁর পরিচালনায় আগেও বিভিন্ন নাটকে অভিনয় করেছি। এবার চলচ্চিত্রে অভিনয় করে অনেকটাই ভালো লাগছে। ইতি মধ্যে ছবিটির প্রায় আশি ভাগ কাজ শেষ।
’ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমার সহ-শিল্পী আরিফিন শুভ। এর আগে আমরা একসঙ্গে দুটি নাটকে অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো।
‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমাকে নীলা চরিত্রে দেখা যাবে। চরিত্রটি সম্পর্কে শুধু বলব, অসাধারন একটি চরিত্র। এখানে নীলাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে হবে। তবে আমার বাস্তব জীবনের সঙ্গে চরিত্রটি যথেষ্ট মিলে আছে। আমি বড় হয়েছি মফস্বল শহরে। আমাদের বাসা থেকে স্কুলের দূরত্ব অনেক কম ছিল। তাই হেঁটেই স্কুলে যেতাম। অনেক ছেলেই আমাকে দেখার জন্য সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত। আর আমার বাসার পাশের একটি ছেলে আমাকে দূর থেকে গিটার বাজিয়ে গান শোনাত। স্কুলজীবনে অনেক ছেলেই গুলতি দিয়ে বাসায় চিরকুট পাঠাত। এ জন্য বাসার জানালার অনেক কাচ ভেঙ্গেছে। তবে মজার ব্যাপার হলো, কখনো কোনো ছেলের সঙ্গে আমার কথা হয়নি।
বর্তমান ব্যস্ততার মাঝে সেসব স্মৃতি মনে পড়লে অনেক হাসি পায়।
‘প্রেম করব তোমার সাথে’ এবং ‘ছুঁয়ে দিলে মন’ ছবির মধ্যে পার্থক্য...
দুটি ছবিতে দর্শক আমাকে পুরোপুরি ভিন্ন আঙ্গিকে দেখবেন। দুটি ছবির গল্পই অনেক সুন্দর।
Comments
Post a Comment