Posts

Showing posts with the label Worl Cup 2014.

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন শাকিরা

Image
বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন শাকিরা ইনফো ডেস্ক : আগামী ১৩ জুলাই রিও ডি জেনিরোর মারকানা স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে। তার আগে ফুটবল বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন কলম্বিয়ার পপ স্টার শাকিরা। সেখানে শাকিরা ‘লা লা লা’ (ব্রাজিল ২০১৪) গানটি গাইবেন। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল তাঁরই দেশ কলম্বিয়া। তার আগে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ভেবে রীতিমতো রোমাঞ্চিত শাকিরা। উল্লেখ্য, এর আগে ২০০৬-এ জার্মানি ও ২০১০-এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন তিনি। এ বার নিয়ে তৃতীয়বার তিনি আসর মাতাতে প্রস্তুত হচ্ছেন।