বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন শাকিরা

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন শাকিরা

ইনফো ডেস্ক : আগামী ১৩ জুলাই রিও ডি জেনিরোর মারকানা স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে। তার আগে ফুটবল বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন কলম্বিয়ার পপ স্টার শাকিরা। সেখানে শাকিরা ‘লা লা লা’ (ব্রাজিল ২০১৪) গানটি গাইবেন। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল তাঁরই দেশ কলম্বিয়া। তার আগে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ভেবে রীতিমতো রোমাঞ্চিত শাকিরা।
উল্লেখ্য, এর আগে ২০০৬-এ জার্মানি ও ২০১০-এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন তিনি। এ বার নিয়ে তৃতীয়বার তিনি আসর মাতাতে প্রস্তুত হচ্ছেন। 

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি