রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন

রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন ইনফো ডেস্ক ॥ মৌসুমীএকসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন মিলন ও মৌসুমী । ছবির নাম রাত্রির যাত্রী । হাবিবুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা । এর আগে টিভিতে কাজ করলেও এবারই দুজন একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন । মিলনমৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন , ‘ আমার সঙ্গে মৌসুমীর এটাই প্রথম ছবি । আশা করছি , আমাদের দুজনের জুটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন । ’ এক রাতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাত্রির যাত্রী । একটি মেয়ের স্বপ্নের পথে যাত্রা এবং স্বপ্ন পূরণের আকাক্সক্ষা নিয়েই ছবিটির গল্প । ছবিটিতে আরও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু । পরিচালক জানিয়েছেন , সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে ।