Posts

Showing posts with the label Mousumi

রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন

Image
রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন ইনফো ডেস্ক ॥ মৌসুমীএকসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন মিলন ও মৌসুমী । ছবির নাম রাত্রির যাত্রী । হাবিবুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা । এর আগে টিভিতে কাজ করলেও এবারই দুজন একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন । মিলনমৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন , ‘ আমার সঙ্গে মৌসুমীর এটাই প্রথম ছবি । আশা করছি , আমাদের দুজনের জুটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন । ’ এক রাতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাত্রির যাত্রী । একটি মেয়ের স্বপ্নের পথে যাত্রা এবং স্বপ্ন পূরণের আকাক্সক্ষা নিয়েই ছবিটির গল্প । ছবিটিতে আরও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু । পরিচালক জানিয়েছেন , সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে ।

স্বরুপে ফিরছেন ওমর সানি

Image
স্বরুপে ফিরছেন ওমর সানি   ইনফো ডেস্ক : একটা সময় ছিল যখন ওমর সানির সিনেমা মানেই হিট। সিনেমার রঙিন জগতে যারা পা রাখতেন তাদের স্বপ্ন ছিল ওমর সানির মতো অভিনেতা হওয়া। অনেক যুবকই মনে মনে তার জনপ্রিয় সব সংলাপ আওরাতেন। এসব অবশ্য এখন সোনালী অতীত। ঢালিউড এখন মজেছে শাকিব খান ও অনন্ত জলিলে। তাদের ভিড় ঠেলে মাঝে মধ্য উঁকি দিচ্ছেন আরিফিন শুভ’ও। তাই বলে কি ঢালিউড থেকে শেষ হয়ে গেছে ওমর সানি অধ্যায়? আমরা বলছি, না। ওমর সানি আবার ফিরছেন, সেই স্বরুপে। যদিও একটা সময় হারিয়ে যেতেই বসেছিলেন রোমান্টিক এ নায়ক। অতিরিক্ত মুটিয়ে যাওয়ায় আস্তে আস্তে সব সিনেমা তার হাতছাড়া হয়ে যায়। বাধ্য হয়ে একসময়ে মনোযোগ দেন ব্যবসায়। তবে তারপরেও সিনেমার নেশা যেন তার কাটেনি। হাজার তরুনীর হৃদয়ের পুরুষ চলচ্চিত্রে ফেরেন ‘ভিলেন’ হয়। কিন্তু সেখানেও শক্ত আসন গড়তে পারেননি তিনি। বাধ্য হয়ে নিজেকে বদলানোর মিশনে নামেন সানি। আর এতে তার সহযোদ্ধা হিসেবে আর্বিভূত হন স্ত্রী মৌসুমী। দুজনের অকান্ত চেষ্টায় আবার ফিরে আসে সানির সুদর্শন রুপ।  এরপরের গল্প বাস্তব বর্তমান। টক্কিজবিডি ডটকমের কাছে খবর, আবার একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন ওমর...