স্বরুপে ফিরছেন ওমর সানি

স্বরুপে ফিরছেন ওমর সানি

  ইনফো ডেস্ক : একটা সময় ছিল যখন ওমর সানির সিনেমা মানেই হিট। সিনেমার রঙিন জগতে যারা পা রাখতেন তাদের স্বপ্ন ছিল ওমর সানির মতো অভিনেতা হওয়া। অনেক যুবকই মনে মনে তার জনপ্রিয় সব সংলাপ আওরাতেন। এসব অবশ্য এখন সোনালী অতীত। ঢালিউড এখন মজেছে শাকিব খান ও অনন্ত জলিলে। তাদের ভিড় ঠেলে মাঝে মধ্য উঁকি দিচ্ছেন আরিফিন শুভ’ও। তাই বলে কি ঢালিউড থেকে শেষ হয়ে গেছে ওমর সানি অধ্যায়? আমরা বলছি, না। ওমর সানি আবার ফিরছেন, সেই স্বরুপে।

যদিও একটা সময় হারিয়ে যেতেই বসেছিলেন রোমান্টিক এ নায়ক। অতিরিক্ত মুটিয়ে যাওয়ায় আস্তে আস্তে সব সিনেমা তার হাতছাড়া হয়ে যায়। বাধ্য হয়ে একসময়ে মনোযোগ দেন ব্যবসায়। তবে তারপরেও সিনেমার নেশা যেন তার কাটেনি। হাজার তরুনীর হৃদয়ের পুরুষ চলচ্চিত্রে ফেরেন ‘ভিলেন’ হয়। কিন্তু সেখানেও শক্ত আসন গড়তে পারেননি তিনি। বাধ্য হয়ে নিজেকে বদলানোর মিশনে নামেন সানি। আর এতে তার সহযোদ্ধা হিসেবে আর্বিভূত হন স্ত্রী মৌসুমী। দুজনের অকান্ত চেষ্টায় আবার ফিরে আসে সানির সুদর্শন রুপ।  এরপরের গল্প বাস্তব বর্তমান। টক্কিজবিডি ডটকমের কাছে খবর, আবার একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন ওমর সানি। প্রতিটি সিনেমাতেই তার চরিত্র বেশ শক্তিশালী। কোন কোন চলচ্চিত্রে তার চরিত্রই শাসন করেছে গোটা গল্পকে।
জানা গেছে, বর্তমানে ‘লিডার’, ‘পূর্নদৈঘ্য প্রেম কাহিনী-২’, ‘প্রবাসীর প্রেম’, ‘ভাল লাগার চেয়েও একটু বেশি’, ‘লাল সবুজের সুর’, ‘উপমা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করছেন ওমর সানি। এর মধ্যে বেশিরভাগ সিনেমার শ্যুটিংই শেষ পর্যায়ে। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকেই সব সিনেমাগুলো মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। এগুলো মুক্তি পেলেই ওমর সানি আবার স্বরুপে ফিরতে পারবেন বলেই মনে করা হচ্ছে। নিজের এই রাজসিক ফেরা নিয়ে ওমর সানি বলেন, আমি আবার নতুন করে শুরু করেছি। মাঝখানের বিষয়টা ভুলে যেতে চাই। কারণ নিজের প্রতি অবজ্ঞা আর অবহেলা বলেন, এর জন্য আমি নিজেই দায়ি ছিলাম। এক্ষেত্রে কারও কোন দোষ নেই।
তিনি বলেন, আমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি। এক্ষেত্রে মৌসুমী ও আমার ছেলে ফারদিনের উৎসাহ অনুপ্রেরণা তো ছিলই।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি