Posts

Showing posts with the label আইয়ুব বাচ্চুকে নিয়ে ভিডিওতে সরব সুমন

আইয়ুব বাচ্চুকে নিয়ে ভিডিওতে সরব সুমন

Image
আইয়ুব বাচ্চুকে নিয়ে ভিডিওতে সরব সুমন ইনফো ডেস্ক ॥আইয়ুব বাচ্চু-সুমনের বিতর্ক যেন থামছেই না। বিতর্কের অধ্যায়টিতে এবার নতুন করে যোগ হলো ব্যান্ড পাওয়ারসার্জের ভোকালিস্ট জামশেদ, মেটাল মেইজের ভোকালিস্ট সাব্বির ও নাগরিকের ভোকালিস্ট রাসেলের সাক্ষাৎকার। আর ভিডিও সাক্ষাৎকারটি নিয়েছেন অর্থহীন ব্যান্ডর সুমন। যমুনা টিভিতে প্রচারিত ‘ছুটির রাতে’ অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর ফোনের বিষয়টি নিয়ে সুমনের বিভিন্ন প্রশ্নের জবাবে নিজেদের বক্তব্য তুলে ধরেন জামশেদ, সাব্বির ও রাসেল। তারা জানান, কেন সেদিন আইয়ুব বাচ্চু এভাবে ফোন করে বিব্রত করেছিলেন- সেটা তারা নিজেরাও বুঝতে পারছেন না! শুধু তাই নয়, তারা তো শুধু সঞ্চালকের প্রশ্নেরই জবাব দিচ্ছিলেন। সেখানে তো বাংলাদেশের রক মিউজিকের কোনও ইতিহাসও জানতে চাওয়া হয়নি! সাক্ষাৎকারে জামশেদ বলেন, ‘সেদিনের অভিজ্ঞতাটা মনে রাখার মতো। আর আমরাও একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম।’ সাব্বির বলেন, ‘রক ইতিহাস নিয়ে অনুষ্ঠানে আমাদের কোনও প্রশ্ন করা হয়নি। আর আমরা তো ছোট। বলা চলে একবারেই নতুন। যদি তাদের সে ধরনের কোনও প্রশ্ন করার ইচ্ছা থাকতো, তাহলে আমার মনে হয় মোস্ট সিনিয়র যারা আছেন, তাদের কাছে প্র...