Posts

Showing posts with the label Merry Come

আট কোটি দিয়ে যাত্রা শুরু মেরি কমের

Image
আট কোটি দিয়ে যাত্রা শুরু মেরি কমের ইনফো ডেস্ক ॥ মুক্তির প্রথম দিনেই আট কোটির ব্যবসা করে বক্স অফিস চ্যম্পিয়ন হল প্রিয়াঙ্কা অভিনীত মেরি কম। পাঁচবার বিশ্বচ্যম্পিয়ন বক্সার মেরি কমের জীবনীর চিত্রায়ন ওমাঙ্গ কুমারের ‘মেরি কম’। এই ছবিটি সম্পূর্ণ হিরোইন কেন্দ্রিক একটি ছবি। আর এই ছবিতে প্রিয়াঙ্কা তার দুর্দান্ত অভিনয় কৌশলের মাধ্যমে বড় পর্দায় ফুটিয়ে তুলেছে বাস্তব মেরি কমের চরিত্রকে। এই ছবি তাকে আরো একবার সুযোগ দিল নিজের অভিনয় দক্ষতাকে সকলের সামনে তুলে ধরতে। ৫ সেপ্টম্বর অর্থাৎ ছবি মুক্তির প্রথমদিন। সেই দিন সমগ্র দেশের প্রায় ১৮০০ টি হলে দর্শকের মুখোমুখি হয়েছে রুপোলি পর্দার মেরি কম। এমনকি টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও দোখানো হবে এই ছবি । ভারতীয় চলচিত্র জগতের ক্ষেত্রে এটি নিয়ে আসে এক অন্য মাত্রা। ‘মেরি কম’ ছবির প্রচারে সকলের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরের সাধারণ ঘরের মেয়ে মেরি কমের বাস্তব জীবনের ওপর আলোকপাত করা হয়েছে এই ছবিতে। ছবি তৈরির জন্য মোট খরচ হয়েছে প্রায় ১৫ থেকে ১৮ কোটি। মুকক্তির প্রথমদিনেই মেরি কমের ঝুলিতে ৮ কোটি আসলে সপ্তাহ শেষে সোমবারের মধ্যে ২৪ থেকে ২৮ কোটির আসা রাখ...