আবারো পর্দা কাঁপাবে ইমরান হাশমির নতুন ছবি

CEn || বলিউড চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক ইমরান হাশমি। তবে তাকে জনপ্রিয়তা এনেদিয়েছে তার পাগল করা চুমু। দীর্ঘি দিন পর তিনি আবারো ফিরেছেন রূপালি পর্দায়। আগামি ১২ জুন মুক্তি পাবে ইমরানের ‘হমারি অধুরি কহানি’। হরর, থ্রিলার, অ্যাকশন থেকে বেরিয়ে হঠাৎ রোম্যান্টিক ছবি কেন করলেন তিনি? ‘সিরিয়াল কিসার’-এর বিশেষ ইমেজ থেকে বেরিয়ে আসার জন্যই কি রোম্যান্টিক ছবিতে পুনর্জন্ম চাইছেন ইমরান? নায়কের মতে, বয়স আর দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্র বাছাইয়ের কথাটা মাথায় রাখতে হয়। বিয়ে, পিতৃত্বÑ এগুলোও পরিবর্তন আনে। বিগত বারো বছরের কাছে তিনি কৃতজ্ঞ। এখন সেই স্টেজ থেকে