Posts

Showing posts with the label Bollywood.

আবারো পর্দা কাঁপাবে ইমরান হাশমির নতুন ছবি

Image
CEn || বলিউড চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক ইমরান হাশমি। তবে তাকে জনপ্রিয়তা এনেদিয়েছে তার পাগল করা চুমু। দীর্ঘি দিন পর তিনি আবারো ফিরেছেন রূপালি পর্দায়। আগামি ১২ জুন মুক্তি পাবে ইমরানের ‘হমারি অধুরি কহানি’। হরর, থ্রিলার, অ্যাকশন থেকে বেরিয়ে হঠাৎ রোম্যান্টিক ছবি কেন করলেন তিনি? ‘সিরিয়াল কিসার’-এর বিশেষ ইমেজ থেকে বেরিয়ে আসার জন্যই কি রোম্যান্টিক ছবিতে পুনর্জন্ম চাইছেন ইমরান? নায়কের মতে, বয়স আর দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্র বাছাইয়ের কথাটা মাথায় রাখতে হয়। বিয়ে, পিতৃত্বÑ এগুলোও পরিবর্তন আনে। বিগত বারো বছরের কাছে তিনি কৃতজ্ঞ। এখন সেই স্টেজ থেকে

গান দিয়ে মঞ্চ মাতালেন সোনাক্ষি

Image
CEn || ‘দাবাং’ খ্যাত বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা গত ৫ জুন আইফা অ্যাওয়ার্ডে সকলের সামনে তার গানের প্রতিভা তুলে ধরলেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া এই ইভেন্টটিতে দর্শকসারিতে বসা সকলকে নিজের গান দিয়ে এবারে মুগ্ধ করলেন সোনাক্ষি সিনহা। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল এ বছর আইফা অ্যাওয়ার্ডে গান গাইবেন সোনাক্ষি সিনহা। মিকা সিংয়ের সঙ্গে টানা অনেকদিন অনুশীলনের পর আইফার মতো মঞ্চে গান গাইতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। মিকা সিংও পরে মঞ্চে সোনাক্ষির সঙ্গে যোগ দিয়েছিলেন। পরে মিকা সিং সোনাক্ষির গানের প্রশংসায় রীতিমত পঞ্চমুখ হয়ে গিয়েছেন। গত ২ জুন ২৮ বছরে পা দেওয়া অভিনেত্রী সোনাক্ষি সিনহা নিঃসন্দেহে ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি গানেও যে তিনি সমান পারদর্শী তারই প্রমাণ দিলেন তিনি।

রণবীরকে সান্ত¡না দিতে পাশে রয়েছেন বাবা

Image
CEn || বলিউড অভিনেতা রণবীর কাপুরের টানা তিন তিনটি সিনেমায় ব্যর্থতা তার ভক্তরা মানতে না পারলেও বাবা ঋষি কাপুর ছেলের পাশেই রয়েছেন। ‘বেশরম’, ‘রয়’ ও ‘বম্বে ভেলভেট’ সিনেমাগুলো একেবারে ফ্লপ হয়েছে। এতে স্বাভাবিকভাবেই রণবীরের মন খারাপ হতেই পারে। তবে ঋষি বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন এসব কিছুই ঠিক হয়ে যাবে। আর এখনই ফ্লপ হয়েছে, এটা রণবীরের জন্য ভালোই হয়েছে, কেননা সে এখন ভুল থেকে শিখেতে পারবে। ঋষি এও মনে করিয়ে দেন অতীতে যখন তার সিনেমাও এরকম ব্যর্থ হত, সেখানে তার অভিনয় কখনোই খারাপ হত না। একইভাবে রণবীরের সিনেমাতেও রণবীরের অভিনয় ভালো হয়েছে। কেউই রণবীরের অভিনয় নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। এই না হলে বাবার মতো বাবা!

সালমানের সাথে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন কঙ্গনা!

Image
CEn ||  বলিউড মানে থ্রি খানের বাহাদুরি। সালমান, শাহরুখ আর আমির খানের রাজত্ব বলিউডজুড়ে। আর থাকবেই বা না কেনো, তাদের ছবি মানেই বিগ বাজেট এবং ব্যবসায়িকভাবে ‘হিট’। আর এইজন্যই তাদের সাথে অভিনয় করতে মুখিয়ে থাকেন ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেত্রীরা, দিনের পর দিন অনেকের একমাত্র আরাধনাও খানদের নায়িকা হওয়ার। কিন্তু ব্যতিক্রমও যে আছে তা বোঝা গেল এবার! হ্যাঁ, বলছিলাম সালমান খানের নতুন একটি ছবির কথা, ছবিটির নাম ‘সুলতান’। ছবিতে সুলতান সালমানের বিপরীতে মূল নায়িকা হতে শোনা গিয়েছিলো সম্প্রতি জাতীয় চলচ্চিত্র

ভক্তদের সঙ্গে নাচলেন হৃত্বিক

Image
CEn || আলোর রোশনাই, তারকার মেলায় সেজে উঠেছে মালয়েশিয়া। এবছর আইফা-র আসর বসতে চলেছে এখানেই। সেই উপলক্ষে এবছর আইফা-গ্রিন কার্পেটে সাগর পাড়ের দেশে দেখা মিলল বলি সেলেবদের। বিপাশা বসু থেকে শুরু করে কীর্তি সোনান, জ্যাকলিন

মেদ কমাতে গিয়ে নায়িকার মৃত্যু

Image
CEn || শরীরের বাড়তি মেদ ঝরাতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় তেলুগু অভিনেত্রী আরতি আগরওয়াল। শনিবার ভোররাতে আমেরিকার আটলান্টায় মৃত্যু হয়েছে একত্রিশ বছর বয়সী এই অভিনেত্রীর। মেদ ঝরাতে আমেরিকায় গিয়ে লাইপোসাকশান করিয়েছিলেন এই অভিনেত্রী। তার জেরেই এই করুণ পরিণতি বলে ধারণা করা হচ্ছে। মাসখানেক আগে আরতি শ্বাসকষ্টের সমস্যার জন্য ছোটখাটো অস্ত্রোপচার করিয়েছিলেন। তারপর সুস্থই ছিলেন তিনি। কিন্তু শুক্রবার গভীর রাতে হঠাৎ তার বুকে যন্ত্রণা অনুভূত হয়। হাসপাতালে পৌঁছানোর আগে

ঋত্বিককে যে অনুপ্রাণিত করেছেন

Image
 CEn || বলিউড অভিনেতা ঋত্বিক রোশন তার অভিনয়জীবনে নানা সময়ে টানাপোড়েনের মুখে পড়েছেন। তবে তিনি সব সময় তার বাবা রাকেশ রোশনকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানান। বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশনও তার জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন। তবে তিনি সফলতার সঙ্গেই সে সব বাধা অতিক্রম করে সাফল্যের মুখ দেখেছেন। আর এসব কিছুকেই ঋত্বিক নিয়েছেন এক ধরনের অনুপ্রেরণা হিসেবে। ৪১ বছর বয়সী ঋত্বিক গত দু’বছরে পারিবারিক অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছেন। ঋত্বিক তার বাবাকে অসাধারণ এক মানুষ বলেও অভিহিত করেন। ঋত্বিক আরো জানান, ঋত্বিকের মৃত্যু পর্যন্ত তার বাবার পুরোটা জীবন তাকে উৎসাহ জোগাবে। যখন কোনো আশা ছিলো না তখনও তার বাবা অক্লান্ত পরিশ্রম করেছেন, বাবার জীবনের পুরোটাই তাই তার কাছে অসাধারণ।

দশ বছর পর কামব্যাক কমল

Image
CEn ||দশ বছর পর বলি ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন কমল হাসান। কমলের আক্ষেপ বলিউডে এখন আর সেই মানের অ্যাকশন ছবি তৈরি হয় না। তাই ময়দানে নামছেন তিনি। একটি অ্যাকশন বেস ছবি পরিচালনা করতে চলেছেন তিনি। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে নায়ক আগেই বেছে রেখেছেন হাসান। নবাব সইফ আলি খানকে তিনি তাঁর ছবিতে নিতে চান। কিন্তু নায়িকা কে সে বিষয়ে এখনই মুখ খোলেননি এই তামিল সুপারস্টার। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এই ছবিতে তিনি তাঁর মেয়েকে নেবেন। তবে ছোট মেয়ে অক্ষরা না বড় মেয়ে শ্রুতি তা নিয়ে দ্বিধায় রয়েছেন তিনি। শেষ মুক্তি পেয়েছে কমল হাসানের ছবি ‘উত্তামা ভিলেন’। অন্যদিকে শোনা যাচ্ছে, অভিনেতা-পরিচালক কমল হাসানকে খুব শীঘ্রই সুপারহিট বলিউড ছবি ‘পিকে’-র তামিল রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

নিজেকে ক্ষমা করতে পারছেন না দীপিকা

Image
CN || দীপিকা পাড়–কোন বিষয়টি নিয়ে ভীষণ বিব্রত। 'পিকু' সিনেমার সাকসেস পার্টিতে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানাতে ভুলে যাওয়ার ঘটনাটিকে যদিও 'প্রযুক্তিগত ভুল' বলে আখ্যায়িত করেছেন তিনি। তবু বললেন, 'এই ভুলের জন্য নিজেকে নিজেই ক্ষমা করতে পারছি না। গত ৮ মে মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত হিন্দি সিনেমা 'পিকু'। বলিউডের বহুল প্রতীক্ষিত এই সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়–কোন। আছেন ইরফান খানও। ৩৫ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে শতাধিক কোটি রুপি।

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ছবি বানাচ্ছেন 'পিকে'র হিরানি

Image
MEn || বলিউডের 'মুন্না ভাই' সঞ্জয় দত্তের আত্মজীবনী নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজকুমার হিরানি। বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবির পরিচালক এই হিরানি। 'মুন্না ভাই এমবিবিএস' ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’র মতো বক্স অফিস মাত করা অনেক ছবির পরিচালকই তিনি। বলিউডের ইতিহাসে ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’ হলো সবচেয়ে অধিকতর ব্যবসা সফল ছবি। যা ভারতের গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারেও মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। হিরানি নিজের প্রথম ছবি বানিয়েছিলেন ৪১ বছর বয়সে। সে সময়ে নবীন পরিচালক হিসেবে তিনি তার কাছে পান নি বলিউডের প্রভাবশালী খান বা কাপুরদের। তবে সেসময় এই নবীন পরিচালকটির পাশে এসে দাঁড়িয়েছিলেন সঞ্জয় দত্ত। সেই থেকেই হিরানির অকৃত্রিম বন্ধু হয়ে উঠেন সঞ্জয়। এদিকে সঞ্জয় দত্তের আত্মজীবনী নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়ে হিরানি জানিয়েছেন, আগামি বছর শুটিং শুরু হবে, এখন চলছে চিত্রনাট্যের কাজ। এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণে। সঞ্জয় দত্তের চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনো ঠিক হয়নি। তবে তিনি জানিয়েছেন, ‘আমরা আসলে এখন চিত্রনাট্য নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছি। ওটা ঠিকঠাক দাঁড়িয়ে গেল...

সালমানকে হটিয়ে ‘চুলবুল পান্ডে’ হলেন আরবাজ?

Image
MEn || চুলবুল পান্ডে আছে, অথচ সালমান খান নেই? ভারতে এ কথা হয়তো কেউ ভাবতেও পারেন না৷ কিন্তু ভেবেছেন একজন৷ তিনি আরবাজ খান। ‘দাবাং’-এর প্রযোজক। সালমানকে হটিয়ে তিনি নিজেই হয়েছেন চুলবুল পান্ডে। ‘দাবাং-৩’-এ কি তা হলে সালমান খান থাকছেন না? এমনিতেই সালমানের ‘হিট অ্যান্ড রান কেস’ নিয়ে দাবাং-৩ নিয়ে জটিলতা খানিকটা তৈরিই হয়েছিল। তবে তাতে আশঙ্কার কিছু নয়। আরবাজ চুলবুল হয়েছেন বটে, তবে ডাবস্ম্যাশ ভিডিওতে। ‘দাবাং-৩’-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।  নতুন এই ভিডিওর মোহে ওখল বলি তারকারা। সোনাক্ষি থেকে সলমন সকলেই এই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায়া পোস্ট করেছেন। সেখানেই আরবাজ সাজলেন চুলবুল পান্ডে৷ ভাই সালমানের ডায়লগেই অ্যাক্টিং করতে দেখা গেল তাঁকে। মজা করেই ‘চুলবুল’ হলেন পর্দার ‘মক্ষী’।

বলিউডে বিরল দৃশ্য, সালমানের প্রচারণায় শাহরুখ-আমির!

Image
MEn || বলিউডের প্রভাবশালী তিন তারকা অভিনেতা সালমান, শাহরুখ ও আমির খান। তাঁদের মধ্যে নীরব প্রতিযোগিতা সব সময়ই চলে। ছবির সাফল্যের মানদন্ডে কে কাকে ছাপিয়ে যাবেন সে চেষ্টাই থাকে তাঁদের। তবে সম্প্রতি ভিন্ন এক দৃষ্টান্তই স্থাপন করলেন সালমানের সমসাময়িক দুই তারকা অভিনেতা শাহরুখ খান ও আমির খান। সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালিয়ে খবরের শিরোনাম হয়েছেন তাঁরা। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার একটি ছবি প্রথম টুইটারে পোস্ট করেন শাহরুখ খান। গতকাল মঙ্গলবার পোস্ট করা ওই ছবির ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘আমি বিশ্বাস করি, নায়ক হওয়ার চেয়ে একজন ভাই হওয়া অনেক বড় একটি ব্যাপার। ‘‘ভাইজান’’ আসছে ২০১৫ সালের ঈদে।’ ভক্তদের উদ্দেশে শাহরুখ আরও লেখেন, ‘প্রথম ছবিটি আপনারা কতটা পছন্দ করলেন?’ ছবির প্রচারণা চালিয়েছেন টুইটারে। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার প্রথম ছবি আমিরও পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। পাশাপাশি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালাতে আমির টুইট করেন, ‘শিগগির আসছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়া টুডে। গতকাল মঙ্গলবার সালমানের অর্ধেক চেহারার ছবি পোস্...

শিলংয়ে হারিয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!

Image
MEn || হারিয়ে যাওয়ার জন্য শিলং নিঃসন্দেহে দারুণ সুন্দর জায়গা। হিমালয়ের পাদদেশে সবুজে মোড়া সারি সারি পাহাড় আর সবুজের চাদর বিছানো উপত্যকা। দূরে মেঘের দেশ ফুঁড়ে বরফের টুপি মাথায় দাঁড়িয়ে আছে গুরুগম্ভীর পর্বত চূড়া। এমন দৃশ্যপটে কার না হারিয়ে যেতে ইচ্ছে করবে। মুম্বাইয়ের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুরও তাই হারিয়ে গেলেন শিলংয়ে গিয়ে। কিছুদিন আগেই বলিউডের ‘রক অন’ ছবির সিকুয়েলে অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের ডাক পান শ্রদ্ধা কাপুর। অর্জুন রামপাল আর ফারহান আখতার অভিনীত ‘রক অন’ ছবিটি তরুণ প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ফলে ছবিটির সিকুয়েল নিয়েও এরইমধ্যে শোরগোল শুরু হয়েছে বিটাউনে। বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।‘রক অন টু’ নামে এই সিকুয়েলের শুটিং হবে শিলংয়ে। সে জন্যই সিনেমা ইউনিটের লোকজনের সঙ্গে শিলংয়ে যান শ্রদ্ধা। লোকেশন বাছাই এবং অন্যান্য টুকিটাকি চূড়ান্ত করার জন্য পরিচালকসহ দলের অনেকেই এখন সেখানে। কিন্তু মহারাষ্ট্রে জন্ম নেওয়া শ্রদ্ধা শিলংয়ের রূপে মুগ্ধ হয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি। ‘রক অন টু’ সিনেমার নায়িকা তাই টুইটারে এক বার্তায় লিখেছেন,‘লস্ট ইন শিলং।’

‘হেরা ফেরি’র ৩য় পর্বে আসছে জন আব্রাহাম ও নেহা শর্মা

Image
MEn || বলিউডে সুনীল শেঠী, অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত জনপ্রিয় কমেডি সিনেমা হেরা ফেরি। জনপ্রিয় এই সিনেমাটির পরের সিক্যুয়াল ফের হেরা ফেরি-তেও একসঙ্গে অভিনয় করে বলিউড মাতিয়েছিলেন এই তিন অভিনেতা। এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় পর্ব হেরা ফেরি ৩। নতুন সিক্যুয়ালটিতে সুনীল শেঠী ও পরেশ রাওয়াল যে যার জায়গায় ঠিক আছেন। কিন্তু অক্ষয়ের জায়গায় হেরা ফেরি ৩-তে আসছেন জন আব্রাহাম। এ খবর ইতোমধ্যে অনেকেরই জানা। তবে জনের নায়িকা কে হবেন তা নিয়ে গুঞ্জন চলছিল বলিউডে। শোনা যাচ্ছিল নার্গিস ফাখরি থাকতে পারেন জনের বিপরীতে। সম্প্রতি জানা গেছে, নার্গিস নন, জনের বিপরীতে থাকছেন নেহা শর্মা। নেহা এর আগে ক্রুক সিনেমায় ইমরান হাসমির বিপরীতে অভিনয় করেছেন। ইয়ংগিস্তান সিনেমাতেও ছিলেন তিনি। কেয়া সুপার কুল হ্যায় হাম ও ইয়ামলা পাগলা দিওয়ানা ২-তেও দেখা গেছে তাকে। জন আব্রাহাম, নেহা শর্মা, পরেশ রাওয়াল ও সুনীল শেঠী ছাড়াও হেরা ফেরি ৩-তে থাকছেন কে কে মেনন, অভিষেক বচ্চন। ছবিটি পরিচালনা করছেন নীরজ ভোরা।

অমিতাভের উপর গ্যাংস্টারদের হামলা!

Image
MEn || এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চননের উপর গ্যাংস্টরদের হামলা হলো। গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে ২২ মে অমিতাভ তার একটি ছবির শুটিং করছিলেন। আর সে সময় শুটিং স্পটে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুই দুষ্কৃতিকারী। জানা গেছে, খুব কাছাকাছি গুলি করা হয়েছিল অমিতাভের। তবে বিগ-বি নিরাপদেই রয়েছেন। দুষ্কৃতিকারীদের গুলিতে ফিল্মসিটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনা সম্পর্কে বিগ বি তার টুইটারে লিখেছেন, তার শুটিং স্পটের মাত্র ২০ ফুট দূরে গুলি চলেছে দুষ্কৃতিকারীরা। ‘গ্যাং ওয়ারে’ একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছেন, মুম্বাইয়ের এই জনপ্রিয় শুটিং স্পটে বেলা ২টার দিকে গুলি চলে। শিবসেনা ফিল্ম শাখার পদাধিকারী তথা নিরাপত্তা এজেন্সির মালিক রাজু সিন্ধে এক গাছের নিচে চেয়ারে বসে ছিলেন। দুই দুষ্কৃতিকারী মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে অন্য নিরাপত্তারক্ষীরা তাদের তাড়া করেন। তারা মোটরসাইকেল রেখে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায়। মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার ফতে সিং পাটিল জানিয়েছেন, আহত সিন্ধিকে নানাবতী হাসপাতালে পাঠানো হয়েছে। তার পেটে দুটি এবং ডান হাতে একটি ...

একসঙ্গে কাজ করবেন সালমান-স্ট্যালন

Image
MEn || হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালন, সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন টুইটারে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করার জন্যে। শুধু ধন্যবাদই জানাননি, একসঙ্গে সালমানের সঙ্গে কাজ করার ব্যাপারেও ইচ্ছে প্রকাশ করেছেন এ অভিনেতা। তিনি জানিয়েছেন, আমরা একসঙ্গে যেকোনও একটা অ্যাকশন ছবিতে কাজ করতেই পারি। তাঁর প্রস্তাব রয়েছে ‘দ্য এক্সপ্যান্ডেবলে’র নয়া সিক্যুয়েলে একসঙ্গে কাজ করার ব্যাপারে। সম্প্রতি সালমান টুইটারে লিখেছিলেন, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন হলেন ‘হিরো অফ ইওর হিরো’।