নিজেকে ক্ষমা করতে পারছেন না দীপিকা


CN || দীপিকা পাড়–কোন বিষয়টি নিয়ে ভীষণ বিব্রত। 'পিকু' সিনেমার সাকসেস পার্টিতে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানাতে ভুলে যাওয়ার ঘটনাটিকে যদিও 'প্রযুক্তিগত ভুল' বলে আখ্যায়িত করেছেন তিনি। তবু বললেন, 'এই ভুলের জন্য নিজেকে নিজেই ক্ষমা করতে পারছি না। গত ৮ মে মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত হিন্দি সিনেমা 'পিকু'। বলিউডের বহুল প্রতীক্ষিত এই সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়–কোন। আছেন ইরফান খানও। ৩৫ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে শতাধিক কোটি রুপি।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি