Posts

Showing posts with the label Biddha Sinha Mim

শুরু হচ্ছে ‘সুইটহার্ট’র শ্যুটিং

Image
শুরু হচ্ছে ‘সুইটহার্ট’র শ্যুটিং  ইনফো ডেস্ক : শুরু হচ্ছে রিয়াজ-বাপ্পি চৌধুরীর ও বিদ্যা সিনহা মিমের নতুন চলচ্চিত্র ‘সুইটহার্ট’র শ্যুটিং। কাল থেকে এফডিসির চার নম্বর ফোরে মহরতের মাধ্যমে এর শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। অবশ্য প্রথমে সিনেমাটি ইমনকে নেওয়ার কথা থাকলেও পরে তার বদলে রিয়াজকে নেওয়া হয়। ছবিটিতে মিমকে খ্রিস্টান মেয়ে বিলিনা, রিয়াজকে বিদেশ ফেরত রিচার্ড আর বাপ্পীকে দেখা যাবে শিক্ষিত মোঘল পরিবারের ছেলে জিসান চরিত্রে। কাহিনীতে দেখা যাবে বাপ্পী ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ে হয় রিয়াজের সঙ্গে। যা মেনে নিতে পারে না মিম নিজেও। তৈরি হয় দাম্পত্য জটিলতা। আর অন্যদিকে বাপ্পী মনে করে অথের্র অভাবেই সে বঞ্চিত হচ্ছে তার ভালোবাসা থেকে। নেমে পড়ে টাকা উপার্জনের পথে।