Posts

Showing posts with the label অভিনয়ে ফিরলেন সুইটি

অভিনয়ে ফিরলেন সুইটি

Image
অভিনয়ে ফিরলেন সুইটি  ইনফো ডেস্ক ॥ দীর্ঘদিন পর নতুন নাটকে অভিনয় করছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী তানভীন সুইটি।’ভাইরাস’ শিরোনামের এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন অঞ্জন আইচ। এরইমধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে সুইটি বলেন, ‘দীর্ঘদিন পর এ ধারাবাহিকটিতে অভিনয় করছি। এখানে আমার চরিত্রের নাম দিয়া। মূলত আমাকে কেন্দ্র করেই এর প্রেক্ষাপট গড়ে উঠেছে। গল্পটি অসাধারন। এতে মানবিক কিছু বিষয় উঠে এসেছে। আশা করি, ধারাবাহিকটি থেকে দর্শকরা অনেক কিছুই শিখতে পারবেন।’ তানভীন সুইট ছাড়াও ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন- তৌকীর আহমেদ, মিশু সাব্বির, সামিহা, ফারুক আহমেদ, শবনম ফারিয়া প্রমুখ। শিগগিরই ধারাবাহিকটি প্রচার শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। এর আগে দীর্ঘদিন মিড়িয়া থেকে নিজেকে অড়াল করে রেখেছিলেন একসময় তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী। জানা গেছে, মানসম্পন্ন কাজের অভাবেই মিড়িয়া থেকে দূরে ছিলেন তিনি। তবে আগামীতে ভালো মানের কাজ পেলে আবারও মিড়িয়ায় নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে তার। এদিকে সুইটি কিছুদিন আগে মঞ্চে ফিরেছেন। থিয়েটারের ৩৭ তম প্রযোজনা ‘মুক্তি'তে অভিনয় করছেন তিনি। এ নাটকে তাকে সদ্য...