Posts

Showing posts with the label Singer.

সালমার কণ্ঠে দেশের গান

Image
সালমার কণ্ঠে দেশের গান  ইনফো ডেস্ক ॥বিজয় দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিতে যাচ্ছেন ক্লোজআপ তারকা সালমা। এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটি রচনার পাশাপাশি এর সুর-সংগীত করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা ও সুরে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে তা হয়ে উঠেনি। তবে ইতিমধ্যেই তার কথা ও সুরে আমি বেশ কিছু গান গেয়েছি। এবার একটি দেশের গান গাইব। যা বিজয় দিবস উপলক্ষে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে। দু'এক দিনের মধ্যেই গানটির রেকর্ডিং করব।’ গানটি পরবর্তীতে কোনো একক অ্যালবামে রাখা হবে কি-না জানতে চাইলে সালমা আরো বলেন, ‘আপাতত তেমন কোন ইচ্ছে নেই। গানটি শুধুমাত্র বিজয়ের মাস উপলক্ষেই তৈরি হচ্ছে। ভক্তদের জন্য বিজয়ের মাসে এটি আমার উপহার বলতে পারেন।’ এদিকে, সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘স্বপ্ন উড়াইলা’র একটি গান সম্প্রতি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। এর শিরোনাম ‘অকুলে ভাসাইয়া দিওনা’। গানটির কথা ও সুর করেছেন ওস্তাদ শফি ম-ল। এর ভিডিও পরিচালনা করেছেন নাজিম। ইতিমধ্যেই গানটি ইউটিউবে বেশ জনপ্রিয়তা ...