Posts

Showing posts with the label Urmila.

উর্মিলার বাগদান

Image
উর্মিলার বাগদান   ইনফো ডেস্ক : গত শুক্রবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে মডেল ও অভিনেত্রী উর্মিলার বাগদান সম্পন্ন হয়েছে। এই অভিনেত্রীর হবু বর জয় দীপ সিনহা রায় একটি বেসরকারি ব্যাংকে কমর্রত রয়েছেন। বিয়ে প্রসঙ্গে উর্মিলা বাংলামেইলকে বলেন, ‘জয়ের সঙ্গে আমার পরিচয় বছর দুয়েক আগে। তারপর থেকেই বন্ধুত্ব। তবে বিয়ের সিদ্ধান্তটা নিয়েছে আমাদের দুজনের পরিবার।’ আগামী বছরের শুরুতেই ঘটা করে বিয়ের আয়োজন করা হবে বলে জানিয়েছেন উর্মিলা। এদিকে উর্মিলার বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী হাসিন রওশন ও তার স্বামী।