Posts

Showing posts with the label লিজা

সিকুয়েল অ্যালবামে লিজা

Image
সিকুয়েল অ্যালবামে লিজা ইনফো ডেস্ক : সিকুয়েল অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। আগামী ঈদুল আজহায় প্রকাশ পাবে তার ‘লিজা পার্ট-২’ শিরোনামের অ্যালবামটি। এটি তার ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘লিজা পার্ট-১'-এর সিকুয়েল হিসেবে প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে এই অ্যালবামের ৫টি গানের কাজ সম্পন্ন করেছেন লিজা। গানগুলোর মধ্যে রয়েছে ‘ছুরাইয়া’, ‘মনেরি ঘর', ‘তুমি আসবে বলে’ ইত্যাদি। এই অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আরফিন রুমি, বেলাল খান, জুয়েল মোর্শেদ এবং নকিব খান। এ সম্পর্কে লিজা বলেন, ‘ঈদুল ফিতরেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে অ্যালবামটির কাজ শেষ করতে পারিনি। তবে কিছুদিনের মধ্যেই এর কাজ শেষ করে ফেলব। আগামী ঈদুল আজহায় অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। ' তিনি আরো জানান, অ্যালবামটির কয়েকটি গান নিয়ে তার মিউজিক ভিডিও নির্মাণেরও ইচ্ছা রয়েছে। এ নিয়ে কয়েকজন নির্মাতার সঙ্গে তার কথা চলছে। লিজা মনে করেন, দিন দিন বাংলা গানের শ্রোতার সংখ্যা বাড়ছে। আগামীতে এর সংখ্যা দ্বিগুণ ...