সিকুয়েল অ্যালবামে লিজা

সিকুয়েল অ্যালবামে লিজা


ইনফো ডেস্ক : সিকুয়েল অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। আগামী ঈদুল আজহায় প্রকাশ পাবে তার ‘লিজা পার্ট-২’ শিরোনামের অ্যালবামটি। এটি তার ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘লিজা পার্ট-১'-এর সিকুয়েল হিসেবে প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।
ইতোমধ্যে এই অ্যালবামের ৫টি গানের কাজ সম্পন্ন করেছেন লিজা। গানগুলোর মধ্যে রয়েছে ‘ছুরাইয়া’, ‘মনেরি ঘর', ‘তুমি আসবে বলে’ ইত্যাদি। এই অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আরফিন রুমি, বেলাল খান, জুয়েল মোর্শেদ এবং নকিব খান।
এ সম্পর্কে লিজা বলেন, ‘ঈদুল ফিতরেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে অ্যালবামটির কাজ শেষ করতে পারিনি। তবে কিছুদিনের মধ্যেই এর কাজ শেষ করে ফেলব। আগামী ঈদুল আজহায় অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। '
তিনি আরো জানান, অ্যালবামটির কয়েকটি গান নিয়ে তার মিউজিক ভিডিও নির্মাণেরও ইচ্ছা রয়েছে। এ নিয়ে কয়েকজন নির্মাতার সঙ্গে তার কথা চলছে।
লিজা মনে করেন, দিন দিন বাংলা গানের শ্রোতার সংখ্যা বাড়ছে। আগামীতে এর সংখ্যা দ্বিগুণ হবে। সরকার যদি অডিও শিল্পের প্রতি আরেকটু যতœবান হয়, তাহলে বাংলা গান বিশ্ববাসীর মন জয় করতে সক্ষম হবে।
এদিকে, আসন্ন ঈদের ব্যস্ততা সম্পর্কে লিজা বলেন, ঈদ উপলক্ষে তার তিনটি মিক্সড অ্যালবাম প্রকাশিত হচ্ছে। এগুলো হচ্ছে আরফিন রুমির ‘আদর', তানভীর তারেকের ‘ওয়াদা’ এবং বাসুদেব ঘোষের একটি। পাশাপাশি এসএটিভি, জিটিভি এবং বৈশাখী টিভির তিনটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া ঈদের লাইভ অনুষ্ঠানের ব্যাপারে কয়েকটি চ্যানেলের সঙ্গে কথাবার্তা চলছে তার।
উল্লেখ্য, লিজা ২০০৮ সালে প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ'-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন। গানের পাশাপাশি বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি