Posts

Showing posts with the label Borsa

কফি শপ উদ্বোধন করলেন অনন্ত-বর্ষা

Image
MEn || ঢালিউডের আলোচিত জুটি অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা উদ্বোধন করলেন আমেরিকার ওহাইওর বিখ্যাত কফি ব্র্যান্ড ক্রিমসন কাপ কফির বাংলাদেশি ফ্রানচাইজি কলম্বাস কফি শপ। কফি শপটি বনানীর ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির দোতলায় উদ্বোধন করেন তারা। ২২ মে বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, ক্রিকেটার আশরাফুল সহ অনেকেই। কলম্বাস কফির স্বাদ নিতে নিতে চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, কফির প্রতি আমার ও বর্ষার আলাদা একটা দুর্বলতা আছে। বিশ্বের যে দেশেই যাই কফির স্বাদ নিয়ে আসি। ক্রিমসন কাপ কফির সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ও স্বাধ নেবার অভিজ্ঞতা আছে। আশা করছি বাংলাদেশের কলম্বাস কফি শপে ক্রিমসনের কফির স্বাদটা বজায় থাকবে। পরে অনন্ত-বর্ষা মিলে পুরো কফি শপটি ঘুরে দেখেন, সেলফি তোলেন এবং কফি গ্রহনকারীদের সঙ্গে কথা বলেন।

মা হতে আজ ব্যাংকক যাচ্ছেন বর্ষা

Image
মা হতে আজ ব্যাংকক যাচ্ছেন বর্ষা  ইনফো ডেস্ক ॥ আজ ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন চিত্রনায়িকা বর্ষা। সঙ্গে থাকবেন স্বামী আলোচিত নায়ক অনন্ত জলিল। তবে শপিং কিংবা শুটিং নয়, সন্তান জন্ম দিতেই এবার ব্যাংকক যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই দম্পতি। গতকাল রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বর্ষা লেখেন, ‘আগামীকাল একমাসের জন্যে ব্যাংকক যাচ্ছি, আমার অনাগত সন্তানের জন্যে আর অপেক্ষা করতে পারছি না। সবাই আমার এবং আমার অনাগত সন্তানের জন্যে দোয়া করবেন।’ উল্লেখ্য, অনন্ত-বর্ষা দুজনেই চেয়েছিলেন তাদের প্রথম সন্তান যেন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে জন্মগ্রহণ করে। বর্ষা বর্তমানে চিকিৎসক তাহমিনা বেগমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। 

দুই নায়কের লড়াই- পর্দায় ও বাস্তবে সমান সমান

Image
দুই নায়কের লড়াই- পর্দায় ও বাস্তবে সমান সমান   টেকনো ডেস্ক : গেলবারের মতো এবারের ঈদেও মূলত দুই নায়ক অনন্ত জলিল ও শাকিব খানের মধ্যেই যুদ্ধ হবে। তবে এবার ছবি মুক্তির আগেই সেই যুদ্ধ শুরু হয়েছে। পর্দা থেকে সেই যুদ্ধ বাইরে এসে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গেছে। সম্প্রতি শাকিব খান এক সাক্ষাৎকারে অনন্তকে নিয়ে কটূক্তি করেছেন। বিষয়টি নিয়ে অনন্তও বেশ ক্ষেপেছেন। তার মতে, শাকিবকে নিয়ে তিনি কখনোই কোনো ধরনের কটূক্তি তো দূরে থাক, বাজে মন্তব্য করেননি। একই মাধ্যমে কাজ করার কারণে দু’জন দু’জনার প্রতি কাজের চ্যালেঞ্জ ছুড়ে দিতেই পারেন। মাঝে মধ্যে অনন্ত শাকিবকে এই চ্যালেঞ্জটিই করেছেন। সেটা ছবি নিয়ে। অনন্ত বলেছেন, শাকিব এবং আমার ছবি একই সঙ্গে মুক্তি পাক। দেখা যাক দর্শক কাকে বেশি গ্রহণ করেন। প্রতিযোগিতার বাজারে এ ধরনের চ্যালেঞ্জ আসতেই পারে। এমন চ্যালেঞ্জ আসাটা বরং ইতিবাচক। এতে কাজের স্পিড বাড়ে। দর্শকের মধ্যে আলাদা একটা আলোড়ন তৈরি হয়। এ আলোড়নটুকু তৈরি করার জন্যই চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। কিন্তু শাকিব সেই চ্যালেঞ্জকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে অনন্তকে ‘পাগল’ বলেই সম্বোধন করলেন। আর অনন্তও এর প্রতিবাদ...