Posts

Showing posts with the label BD Model

শুভ-মৌটুসীর ‘যৌথ সুর’

Image
MEn || আজ সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘যৌথ সুর’। সায়মন জাকারিয়ার রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মৌটুসী। এতে দেখা যাবে, দাম্পত্য জীবনে স্ত্রী শিউলির সাথে স্বামী কবিরের স্বাভাবিক সর্ম্পক হলেও কবিরের ব্যাক্তিগত কিছু ভালোলাগার জায়গা দিনে দিনে ঈর্ষনীয় হয়ে ওঠে শিউলির কাছে। যেমন- ভিখারীর সাথে সম্পর্ক, চায়ের দোকানীর সাথে সম্পর্ক, ফুল বিক্রেতার সাথে সম্পর্ক। এইসব সম্পর্কের সাথে কবিরের একটা প্রিয় বিড়াল ও বুকশেলফ ভর্তি বইও আছে। এসবের প্রতি ভালোবাসার কারনেই স্ত্রী মনে করে কবির বোধ হয় তাকে ভালোবাসে না। একদিন কবিরের আড়ালে তার প্রিয় সব জিনিস ছুঁড়ে ফেলে দেয় শিউলী। ঠিক একইভাবে কবিরও একদিন স্ত্রীর প্রিয় একটি গহনা লুকিয়ে ফেলে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।

নাটকে পদার্পন মডেল তিশার

Image
MEn || সকাল আহমেদ পরিচালিত ‘কাপল’ নাটকে স¤প্রতি অভিনয় করলেন তানজিন তিশা ও নাঈম। এটি রচনা করেছেন ওয়াহিদ ইবনে রেজা। কক্সবাজারে হানিমুনে এসেছে সদ্যবিবাহিত দুই দম্পতি জাবির-কুমকুম এবং তৌহিদ-উর্মি। জাবির ও কুমকুম যেমন রোমান্টিক, তৌহিদ ও উর্মি ঠিক তার বিপরীত। উর্মি সারাÿণ তৌহিদের সঙ্গে মেজাজ দেখায়। অন্যদিকে কুমকুম জাবিরের প্রতি খুবই যতœশীল। তাদের সাথে যুক্ত হয় এক গাইড দম্পতি। এইসব দম্পতিদের নানা কর্মকাÐ আর ঘটন-অঘটন নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও শখ। ২২ মে, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’

Image
মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’     বিনোদন: ইমন-আঁচল জুটির প্রথম সিনেমা ‘স্বপ্ন যে তুই’ মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। সিনেমাটি মালয়েশিয়া, দুবাই ও বাহরাইনেও মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন এর পরিচালক মনিরুল ইসলাম সোহেল। সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ইংরেজি সাবটাইটেলও করা হয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ান প্রতিষ্ঠান রেডিয়েন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানান তিনি। তাদের সহযোগিতায় সিনেমাটি মালয়েশিয়ার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। পরিচালক সোহেল বলেন, ‘পুরো ব্যাপারটি নিভর্র করছে মালয়েশিয়ার সেন্সর বোডের্র ওপর। তারা সেন্সর ছাড়পত্র দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে মালয়েশিয়ার কোন অঞ্চলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাতে আরও অভিনয় করছেন মীরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল।

ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা

Image
ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা   ইনফো ডেস্ক ॥ নিজের আসল নামে মডেল অভিনেত্রী মোনালিসার একটি ফেসবুক একাউন্ট থাকলেও তার নামে বিভিন্ন ‘ ফ্যানপেজ ’ চালু আছে । সেগুলো বন্ধ করতেই এবার মোনালিসা নিজের উদ্যোগেই অফিসিয়ালি একটি ‘ ফ্যানপেজ ’ খুলেছেন । এটি তিনি নিজেই পরিচালনা করছেন । কারণ তার নামে ‘ ফ্যানপেজ ’ খুলে নানানজন যত্রতত্রভাবে তা ব্যবহার করছেন যা ভক্তদের মধ্যে মোনালসাকে কে নিয়ে মাঝে মাঝে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয় । বিষয়টি মোনালিসা অবগত হয়ে বিস্ময় এবং ভীষণ দুঃখও প্রকাশ করেছেন । মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে মোনািলসা বলেন , ‘ অনেক কষ্ট , সাধনার পর একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে আমি একটি অবস্থানে এসেছি । কিন্তু আমার সে অবস্থান ভক্তদের কাছে নষ্ট করার জন্য এই ধরনের ভুয়া ফ্যানপেজ ভীষণ ক্ষতিকর । যে বা যারাই আমার ফেসবুক ফ্যানপেজ পরিচালনা করছেন তার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আপনার যদি আমার দেশের শিল্পের প্রতি , শিল্পীদের প্রতি যথাযথ শ্রদ্ধা আর ভালোবাসা থাকে তাহলে এভাবে ফ্যানপেজ পরিচালনা করা থেকে নিজেকে বিরত রাখুন । কারণ আপনি বা আপনারা যা করছেন তা ভীষণ বিব্রত কর এবং শিল্প...

লাক্স সুন্দরী নির্বাচিত হলেন নাদিয়া

Image
লাক্স সুন্দরী নির্বাচিত হলেন নাদিয়া  ইনফো ডেস্ক ॥ গত ৮ নভেম্বর সন্ধ্যাটা জীবনের সবচেয়ে স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকলো নাদিয়ার জন্য। কারণ এই আগমনী শীতের সন্ধ্যায় তার মাথায় ওঠে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার সেরা মুকুটটি। উপস্থাপক তার নামটি ঘোষণা করার আগ পর্যন্তও তিনি জানতেন না তিনিই হবেন লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার ২০১৪ সালের বিজয়ী। গত তিন মাস ধরে যে সুন্দরের লড়াই করে এসেছিলেন আজ পেলেন তার পুরস্কার। এ বছরের নির্বাচিত ‘ফেস অব লাক্স’-এর মুকুট ছাড়াও পুরস্কার হিসেবে এই সুন্দরীকে দেওয়া হয়েছে একটি নতুন গাড়ি। প্রথম রানার আপ হয়েছেন নাজিফা দ্বিতীয় রানারআপ হয়েছেন নীলা। প্রথম রানারআপকে পাঁচ লাখ ও দ্বিতীয় রানারআপকে তিন লাখ টাকা। এ ছাড়া তাদের জন্য রয়েছে নানা উপহার সামগ্রী, চ্যানেল আইতে নাটক ও টেলিফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ। নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম এই পাঁচ কন্যা আজ লড়েছেন সেরা সুন্দরী হবার চূড়ান্ত প্রতিযোগিতায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০...

আসিফের সঙ্গে লেমিসের প্রেমের গান

Image
আসিফের সঙ্গে লেমিসের প্রেমের গান ইনফো ডেস্ক ॥ চলচ্চিত্রে এ প্রর্যন্ত যত গানই গেয়েছি সবই আইটেম গান নয়তো প্রতিবাদী কিংবা বিরহের। এবারই প্রথম বড় পর্দার জন্য প্রেমের গান গাইলাম’- বললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লেমিস। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ নামের ছবিটির জন্য তৈরি হয়েছে ‘না’ শিরোনামের গানটি। এতে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লেমিস। এটাই তাদের প্রথম দ্বৈত গান। নতুন গানটির কথা লিখেছেন পরিচালক হাবিব, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজেশ। আসিফ বলেছেন, ‘লেমিসের গায়কীটা একই সঙ্গে মেজাজিও রোমান্টিক মনে হয়েছে আমার। চর্চা ধরে রাখলে অনেকদূর যাবে ও।’

অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা

Image
অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা ইনফো ডেস্ক ॥ বিরতির পর অভিনয়ে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। বাবার মৃত্যুর পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন জনপ্রিয় এ নায়িকা। গত ১৭ই অক্টোবর পিতাকে হারিয়েছেন তিনি। শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। তবুও বাস্তবতা মেনে নিয়ে নিয়মিত হয়েছেন অভিনয়ে। জানা গেছে, বেশ আগে দেয়া নাটকের শিডিউলগুলো কোনভাবেই আর পেছানো যাচ্ছিল না। তাই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে নতুন একটি খ-নাটকের শুটিং শুরু করেছেন স্বাগতা। তাসলিমা মুক্তার রচনা ও পরিচালনায় এর নাম ‘দাগ’। এ নাটক ছাড়াও প্রচার চলতি ধারাবাহিক ‘ধন্যি মেয়ে’, ‘সুখপাখি আগুন ডানা’-তে অভিনয় করছেন তিনি। পাশাপাশি আরিফ খানের ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিকের কাজও করছেন স্বাগতা।

রাত্রির যাত্রী'তে অরুনা বিশ্বাস

Image
রাত্রির যাত্রী'তে অরুনা বিশ্বাস  ইনফো ডেস্ক ॥ চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অরুনা বিশ্বাস আবারো চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন। যে কারণে টিভি নাটকে এবং চলচ্চিত্রে অভিনয়ে এখন তাকে নিয়মিতই পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে অরুনা বিশ্বাস নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রটির নাম ‘রাত্রির যাত্রী’। হাবিবুল ইসলাম হাবিবের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় অরুনা বিশ্বাস ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। চলতি মাসেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়িকা অরুনা বিশ্বাস বলেন, ’ চলচ্চিত্রই কিন্তু আজ আমাকে দর্শকের কাছে নায়িকা অরুনা বিশ্বাসে পরিণত করেছে। তাই সবসময়ই আমি চলচ্চিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’রাত্রির যাত্রী'র যাত্রার সঙ্গে যুক্ত হলাম আমিও। ভালোলাগছে। চলচ্চিত্রটির নাম, গল্প সবই সুন্দর। সবার সহযোগিতায় আশাকরি ভালো একটি চলচ্চিত্র হয়ে উঠবে ‘রাত্রির যাত্রী’।’ এই চলচ্চিত্রে আরও যারা অভিনয় করবেন তারা হলেন এটিএম শামসুজ্জামান, মৌসুমী, আনিসুর রহমান মিলন, মোহ...

নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া

Image
নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া  ইনফো ডেস্ক ॥ বিশেষত নাট্যনির্মাতা অঞ্জন আইচের নির্দেশনায় টুটুল চৌধুরী যে ক'টি টিভি নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন প্রত্যেকটিতে টুটুলের অভিনয় বশে প্রশংসিত হয়েছে। যে কারণে পরিচালক অঞ্জন আইচ-ও তার নাটক টেলিফিল্মে টুটুলকে নিয়ে কাজ করতে একটু বেশিই স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্বাচ্ছন্দ্যতার সে জায়গা থেকেই পরিচালক অঞ্জন আইচ আবারো টুটুল চৌধুরীকে নিয়ে এবার নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন গত বৃহস্পতিবার থেকে রাজধানীর অদূরে সোহাগ পল্লীতে। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় টুটুল কাজ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাস'-এ। এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন টুটুল চৌধুরী ও শবনম ফারিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘অঞ্জন আইচের নাটকে কাজ করতে সবসময়ই আমার ভালোলাগে। কারণ আমার চরিত্র সবসময়ই চ্যালেঞ্জিং চরিত্র থাকে। যে কারণে একজন অভিনেতা হিসেবেও চরিত্র নিয়ে খেলতে পারি। নতুন ধারাবাহিক নাটকে কাজ করতে বেশ ভালোলাগছে। শবনম ফারিয়ার সঙ্গে এটা প্রথম কাজ হলেও তিনি বেশ আন্তরকি এবং সহযোগী মনোভাবাপন্ন।’ শবনম ফারিয়া গত তিন মাস যাবত নাট...

অভিনয়ে ফিরলেন সুইটি

Image
অভিনয়ে ফিরলেন সুইটি  ইনফো ডেস্ক ॥ দীর্ঘদিন পর নতুন নাটকে অভিনয় করছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী তানভীন সুইটি।’ভাইরাস’ শিরোনামের এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন অঞ্জন আইচ। এরইমধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে সুইটি বলেন, ‘দীর্ঘদিন পর এ ধারাবাহিকটিতে অভিনয় করছি। এখানে আমার চরিত্রের নাম দিয়া। মূলত আমাকে কেন্দ্র করেই এর প্রেক্ষাপট গড়ে উঠেছে। গল্পটি অসাধারন। এতে মানবিক কিছু বিষয় উঠে এসেছে। আশা করি, ধারাবাহিকটি থেকে দর্শকরা অনেক কিছুই শিখতে পারবেন।’ তানভীন সুইট ছাড়াও ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন- তৌকীর আহমেদ, মিশু সাব্বির, সামিহা, ফারুক আহমেদ, শবনম ফারিয়া প্রমুখ। শিগগিরই ধারাবাহিকটি প্রচার শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। এর আগে দীর্ঘদিন মিড়িয়া থেকে নিজেকে অড়াল করে রেখেছিলেন একসময় তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী। জানা গেছে, মানসম্পন্ন কাজের অভাবেই মিড়িয়া থেকে দূরে ছিলেন তিনি। তবে আগামীতে ভালো মানের কাজ পেলে আবারও মিড়িয়ায় নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে তার। এদিকে সুইটি কিছুদিন আগে মঞ্চে ফিরেছেন। থিয়েটারের ৩৭ তম প্রযোজনা ‘মুক্তি'তে অভিনয় করছেন তিনি। এ নাটকে তাকে সদ্য...

সাংবাদিক অপি

Image
সাংবাদিক অপি ইনফো ডেস্ক ॥ গণহত্যা নিয়ে কাজ করতে গিয়ে মুক্তিযুদ্ধের সময়ের একটি সাদাকালো ছবি খুঁজে পান সাংবাদিক অপি। যার সূত্র ধরেই বেরিয়ে আসে ভয়ংকর এক রাজাকারের কুকর্ম। যাকে পরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন মুক্তিযোদ্ধারা। এমনই একটি গল্পের নাটকে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। নাটকটির শিরোনাম রাখা হয়েছে বাংলাদেশ। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নাটক ‘বাংলাদেশ’। নাটকটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন অপি করিম। এতে একজন আল বদর কমান্ডারের চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন নাটকটি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আরটিভিতে প্রচার করা হবে।

একের পর এক রহস্যের জন্ম দিয়ে লুকোচুরি খেলেই চলেছেন শাবনূর!

Image
একের পর এক রহস্যের জন্ম দিয়ে লুকোচুরি খেলেই চলেছেন শাবনূর!  ইনফো ডেস্ক ॥দেশীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী শাবনূরের লুকোচুরি খেলা চলছে অনেকটা মেগাসিরিয়ালের মতোই। চলচ্চিত্রে আসার পর থেকেই ভাল অভিনেত্রী হওয়ার যোগ্যতায় নিজেকে নিয়ে নানারকম লুকোচুরি খেলছেন শাবনূর। প্রেম, বিয়ে, শিডিউল ফাঁসানো, দেরি করে শুটিংয়ে যাওয়া, পারিবারিক নানা ঘটনাবলি- সবকিছু নিয়েই তার লুকোচুরির যেন শেষ নেই। চলচ্চিত্রে ক্যারিয়ারের অবস্থান শূন্যের কোঠায় পৌঁছলেও শাবনূরের মধ্যে কোন পরিবর্তন নেই। গোপনে বিয়ে, সন্তান হওয়ার আগে হঠাৎ করেই আবার বিয়ে এবং স্বামীর নাম ঘোষণা, অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের চেষ্টা, সর্বোপরি সন্তান নিয়ে দেশে ফেরার পরও তার লুকোচুরি থামছে না। শুধু মিডিয়া থেকেই নয়, একসময় যে ক’জন প্রযোজক পরিচালক ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ, তাদের সঙ্গে দেখা পর্যন্ত তিনি করছেন না রহস্যময়ী নায়িকা হিসেবে পরিচিত শাবনূর। তাকে নিয়ে দু’টি ছবি পরিচালনা করেছেন এমন একজন পরিচালক শত চেষ্টা করেও এ যাত্রায় শাবনূরের সঙ্গে দেখা করতে পারেননি। দু’দিন বাসার নিচে থেকে ফিরে এসেছেন। একদিন তাকে জানানো হয় শাবনূর ছেলেকে নিয়ে ডাক্তা...

জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ

Image
‘লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪’ জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ ইনফো ডেস্ক ॥লাক্স চ্যানেল আই সুপারস্টারের অষ্টম সিজন এখন শেষ প্রান্তে। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে এটি শেষ হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়। এবারের গ্র্যান্ড ফিনালে আগের চেয়ে আরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান জুড়ে থাকবে সৌন্দর্য, ফ্যাশন, নাচ আর সংগীত। এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টারের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন যে পাঁচ সুন্দরী তারা হলেন নাদিয়া, নীলা, নাজিফা, প্রেমা ও সুপ্রিয়া। তারা তাদের রূপের ঝলক ছড়িয়ে দেবেন সারা দেশে। আর আগের লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ীরা তাদের বিশেষ পারফরমেন্সের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তুলবেন পুরো আয়োজন। এ ছাড়া এবার প্রথমবারের মতো এ দেশের নারীদের সৌন্দর্যকে ট্রিবিউট জানাতে এ মঞ্চে গান করবেন ব্যান্ডতারকা জেমস। এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টারের টপ ফাইভ তাদের অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে ইতিমধ্যে তিনজন বিচারক সূবর্...

এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া

Image
এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া ইনফো ডেস্ক ॥ লাক্স তারকাভিনেত্রী ফারিয়া এবারই প্রথম নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি খন্ড নাটকে কাজ করলেন। জাকারিয়া শৌখিনের রচনায় ‘তুমি নীরবে এলে’ নাটকে অভিনয় করেছেন ফারিয়া। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ফারিয়ার অনেকদিনের ইচ্ছে ছিলো চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি ভালো গল্পের নাটকে কাজ করার। এবার তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকে আমার চরিত্র, নাটকের গল্প সবকিুছই আমার এতো ভালোলেগেছে যে কাজটি আমি অনেক আন্তরকিতা নিয়ে করেছি। আমি চয়নিকা দিদির কাছে ভীষণ কৃতজ্ঞ যে তিনি আমাকে তার নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। তার নির্মাণৈশলী সবসময়ই আমার ভালোলাগে। তারসাথে এটা আমার প্রথম কাজ হলেও কাজের পরিবেশ সবমিলিয়ে এতো চমসৎকার ছিলো যে মনেই হয়নি তারসঙ্গে আমি প্রথম কাজ করছি। আমার বিশ্বাস অনেক ভালো  একটি কাজ দাঁড়িয়েছে, ভালোলাগবে দর্শকের।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘ফারিয়া একজন ট্যালেন্ট্যাড অভিনেত্রী। কিন্তু কেন যে ফারিয়া কম অভিনয় করেন জানিনা। ফারিয়া অভিনয়ে নিয়মিত হলে তিনি আরো অনেক ভাল...

মুগ্ধতায় পিঁপড়াবিদ্যা

Image
মুগ্ধতায় পিঁপড়াবিদ্যা ইনফো ডেস্ক ॥ একটা ভিডিও কিপ কে কেন্দ্র করে পিঁপড়াবিদ্যার কাহিনী গড়ে উঠেছে। বেকার মিঠু একটা গখগ কোম্পানিতে জয়েন করার পর অল্প কিছু টাকা পেয়ে একটা ফোন কিনতে যায়। চুরি হয়ে যাওয়া একটা ফোন চোরের কাছ থেকে কম দামে কিনে নেয়। ভিডিও কিপটা এই ফোনেই ছিল। জনপ্রিয় অভিনেত্রী রীমা আর তার বয়ফ্রেন্ড অয়নের অন্তরঙ্গ মুহুতের্র একটা ভিডিও। এই ভিডিও টা নিয়েই চলতে থাকে নানা রকম ব্ল্যাকমেইল। সুযোগ পেয়ে কথা কম বলা চুপ থাকা ছেলেটাও অন্যের জন্য তৈরী করে ফাঁদ। পাল্টা ফাঁদে বদলে যায় অনেক কিছু। কাহিনী মোড় নেয় অন্য দিকে। মুভির শুরুটা অনেক বেশি চমকপ্রদ। বেকার মিঠু যখন চাকরী না পেয়ে “লাকি সেভেন” নামে একটা গখগ কোম্পানিতে ঢুকে তখন দর্শক স্বভাবতই ডেসটিনি ডেসটিনি বলে চিৎকার শুরু করে। রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের ব্যাপারগুলো যখন বুঝাচ্ছিল তখন দর্শকের চিৎকার এতই বেড়ে যায় যে ডায়ালোগ ঠিক বুঝাই যাচ্ছিল না। শুরু থেকেই মুভির পাঞ্চ লাইনগুলো এতই দূর্দান্ত ছিল যে হাসি চেপে রাখা কষ্টকর। মোস্তফা সরয়ার ফারুকী চমৎকারভাবে এটার চিত্রনাট্য লিখেছেন। বিভিন্ন পরিস্থিতে ডায়ালোগ আর সেটা ডেলিভারির টাইমিং দেখে মুগ্ধ ...

রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন

Image
রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন ইনফো ডেস্ক ॥ মৌসুমীএকসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন মিলন ও মৌসুমী । ছবির নাম রাত্রির যাত্রী । হাবিবুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা । এর আগে টিভিতে কাজ করলেও এবারই দুজন একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন । মিলনমৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন , ‘ আমার সঙ্গে মৌসুমীর এটাই প্রথম ছবি । আশা করছি , আমাদের দুজনের জুটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন । ’ এক রাতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাত্রির যাত্রী । একটি মেয়ের স্বপ্নের পথে যাত্রা এবং স্বপ্ন পূরণের আকাক্সক্ষা নিয়েই ছবিটির গল্প । ছবিটিতে আরও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু । পরিচালক জানিয়েছেন , সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে ।

নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ

Image
নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ ইনফো ডেস্ক ॥ অভিমানে নাটক থেকে দূরে সরে যাচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি তার কণ্ঠ শোনা গেল, এমনই অজানা অভিমানের সুর। মাহফুজ বলেন, এবার ঈদে ইচ্ছে করেই কোন কাজ করিনি। এমন একটা সময় জীবনে আসতেও পারে, যখন আমাকে আর কেউ ডাকবে না। সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আর তা হলো, আমার প্রতি দর্শকের আগ্রহ থাকতেই অভিনয় ছেড়ে দেব। মাহফুজ বলেন, অনিমেষ আইচের পরিচালনায় আমার নতুন ছবি ‘জিরো ডিগ্রি’র সব কাজ এরই মধ্যে শেষ। আগামী সপ্তাহে জমা দেয়া হবে বলে শুনেছি। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরই মূলত চূড়ান্তভাবে ছবি মুক্তির সময় ঠিক করা হবে। তবে প্রাথমিকভাবে শুনেছি, এটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা

Image
খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা   ইনফো ডেস্ক : আমার ঘরে অভাব লেগেছে । খুবই টানাটানি করে সংসার চলছে । যতদিন যাচ্ছে অভাব যেন তার ঘাড়ে চেপে বসছে । দু ’ বেলা দু ’ মুঠো খাবার জোগাতে কষ্ট হয়ে যাচ্ছে । এমনটাই জানালেন টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা । বললেন , আর বলবেন না কি যে অবস্থা বলার মতো না । এ পর্যন্ত বলার পরই একটু থামলেন প্রভা । বললেন , দেখুন ভাববেন না সত্যিই বুঝি আমি অভাবে আছি । আমার সংসারে টানাটানি চলছে । আমার স্বামী বিরাট ব্যবসায়ী । তার কোন অভাব নেই । প্রভা বলেন , তবে আমার টানাটানির সংসার নাটকে । অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ দহন ’ নামের একটি নাটকে আমাকে এমন চরিত্রে দেখা যাবে । এরই মধ্যে ধারাবাহিক এ নাটকটির শ্যুটিং শেষ হয়েছে । খুব শীগ্রই কোন একটি চ্যানেলে এর প্রচার শুরু হবে । প্রভা বলেন , বাস্তবতার সঙ্গে মিল রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে । আমাদের গ্রামীণ জীবনে মানুষের নানা গল্প এ নাটকে ফুটে উঠেছে । এখানে আমার চরিত্রটি ভালভাবে মেলে ধরার চেষ্টা করেছি । এটি দর্শকের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস । তি...

চলচ্চিত্রে কনা

Image
চলচ্চিত্রে কনা ইনফো ডেস্ক : চলচ্চিত্রে এতদিন গানের মাধ্যমেই উপস্থিতি ছিল তার। তার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন আনেক অভিনয়শিল্পী। তবে এবার আর ঠোঁট মেলানো নয়, সরাসরি পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। আলভী আহমেদের পরিচালনায় ‘ইউটার্ন’ চলচ্চিত্রের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যেখানে সংগীতশিল্পী কনা হয়েই হাজির হবেন তিনি। এই প্রসঙ্গে কনা জানালেন, ছোটবেলায় সিনেমার দু-একটি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি, তবে সেগুলো উল্লেখযোগ্য কোনো কিছু নয়। 'ইউটার্ন চলচ্চিত্র নিয়ে নিজের আনন্দের কথাও প্রকাশ করলেন তিনি। চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগবে বলেও তার বিশ্বাস। আগামী মাসের শুরুতে কনার অংশের শুটিং শুরু হওয়ার কথা। বর্তমানে ঢাকার আশপাশে চলচ্চিত্রটির শুটিং চলছে।

তিনি এখন সিনেমার নায়িকা

Image
তিনি এখন সিনেমার নায়িকা  ইনফো ডেস্ক : টিভি পর্দায় দীর্ঘদিন অভিনয়ের পর বেশ কিছুদিন হলো পুরোদমে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী লাক্স-তারকা জাকিয়া বারী মম। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন জড়িয়ে থাকা টিভি মাধ্যমকে একেবারে ছাড়তে পারেননি তিনি। সময় পেলেই কোন না কোন টিভি নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। আর সেই সুযোগটাই যেন এখন কাজে লাগাচ্ছেন মম। বর্তমানে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘সিনেমাওয়ালা’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ১০ই অক্টোবর থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, নাটকের গল্প আমার কাছে সত্যিই খুব ভাল লেগেছে। আর উপন্যাস অবলম্বনে নাটকে কাজ করতে আমার এমনিতেই ভাল লাগে। শুটিং ইউনিটের সবাই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সব মিলিয়ে অনেক দিন পর ভাল একটি নাটকে কাজ করতে পারছি বলে ভাল লাগছে। টিভি পর্দার জন্য আপাতত এই একটি নাটকেরই কাজ করছেন মম। এদিকে মম'র প্রথম বাণিজ্যিক ধারার ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি ‘প্রেম করবো তোমার সাথে’ নামে তার অভিনীত এ ছবিটি সেন্সর পেয়েছে। ...