শুভ-মৌটুসীর ‘যৌথ সুর’

MEn || আজ সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘যৌথ সুর’। সায়মন জাকারিয়ার রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মৌটুসী। এতে দেখা যাবে, দাম্পত্য জীবনে স্ত্রী শিউলির সাথে স্বামী কবিরের স্বাভাবিক সর্ম্পক হলেও কবিরের ব্যাক্তিগত কিছু ভালোলাগার জায়গা দিনে দিনে ঈর্ষনীয় হয়ে ওঠে শিউলির কাছে। যেমন- ভিখারীর সাথে সম্পর্ক, চায়ের দোকানীর সাথে সম্পর্ক, ফুল বিক্রেতার সাথে সম্পর্ক। এইসব সম্পর্কের সাথে কবিরের একটা প্রিয় বিড়াল ও বুকশেলফ ভর্তি বইও আছে। এসবের প্রতি ভালোবাসার কারনেই স্ত্রী মনে করে কবির বোধ হয় তাকে ভালোবাসে না। একদিন কবিরের আড়ালে তার প্রিয় সব জিনিস ছুঁড়ে ফেলে দেয় শিউলী। ঠিক একইভাবে কবিরও একদিন স্ত্রীর প্রিয় একটি গহনা লুকিয়ে ফেলে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।