এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া

এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া

ইনফো ডেস্ক ॥ লাক্স তারকাভিনেত্রী ফারিয়া এবারই প্রথম নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি খন্ড নাটকে কাজ করলেন। জাকারিয়া শৌখিনের রচনায় ‘তুমি নীরবে এলে’ নাটকে অভিনয় করেছেন ফারিয়া। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ফারিয়ার অনেকদিনের ইচ্ছে ছিলো চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি ভালো গল্পের নাটকে কাজ করার। এবার তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকে আমার চরিত্র, নাটকের গল্প সবকিুছই আমার এতো ভালোলেগেছে যে কাজটি আমি অনেক আন্তরকিতা নিয়ে করেছি। আমি চয়নিকা দিদির কাছে ভীষণ কৃতজ্ঞ যে তিনি আমাকে তার নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। তার নির্মাণৈশলী সবসময়ই আমার ভালোলাগে। তারসাথে এটা আমার প্রথম কাজ হলেও কাজের পরিবেশ সবমিলিয়ে এতো চমসৎকার ছিলো যে মনেই হয়নি তারসঙ্গে আমি প্রথম কাজ করছি। আমার বিশ্বাস অনেক ভালো  একটি কাজ দাঁড়িয়েছে, ভালোলাগবে দর্শকের।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘ফারিয়া একজন ট্যালেন্ট্যাড অভিনেত্রী। কিন্তু কেন যে ফারিয়া কম অভিনয় করেন জানিনা। ফারিয়া অভিনয়ে নিয়মিত হলে তিনি আরো অনেক ভালো করতে পারতেন। তার জন্য আমার সবসময়ই শুভ কামনা থাকবে, ভবিষ্যতেও তাকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে আমার।’ ‘তুমি নীরবে এলে’ নাটকটি যে কোন সময় একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবার সম্ভাবনা রয়েছে বলে জানান চয়নিকা চৌধুরী। এদিকে গত ঈদে ফারিয়া একটি ঈদ ধারাবাহিক নাটকে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে নাটকটি আর করা হয়ে উঠেনি মোশাররফ করিমের সিডিউল জনিত সমস্যার কারণে। মাত্র তিন বছর বয়সে নতুন কুঁড়িতে অভিনয় করেছিলেন ফারিয়া। আসছে ৯ নভেম্বর ফারিয়ার জন্মদিন। ফারিয়া অভিনীত একমাত্র চলচ্চিত্র সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কতো দূরে’ । চলচ্চিত্রে কাজ করার আরো আগ্রহ আছে কী না জানতে চাইলে ফারিয়া বলেন , ‘ভালো গল্পের ভালো ছবিতে আমি কাজ করতে আগ্রহী। হতে পারে ‘টেলিভশন', ‘পিঁপড়া বিদ্যা’ কিংবা ‘চোরাবালি’ ঘরানার চলচ্চিত্র। যদি ব্যাটে বলে মিলে যায় তবে অবশ্যই আবার চলচ্চিত্রে কাজ করবো।’

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি