Posts

Showing posts with the label Arjujn

অর্জুনকে পেতে বোনকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষির!

Image
অর্জুনকে পেতে বোনকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষির!  ইনফো ডেস্ক ॥বলিউড এখন মুখরিত অর্জুন-সোনাক্ষির ডুবে ডুবে জল খাওয়া নিয়ে। আর গুঞ্জনের শুরু তো তারাই করেছেন। খুব সম্প্রতি তেভার সিনেমার শুটিং শেষ করেও যেন একে অপরের থেকে দূরে যাওয়ার ইচ্ছা নেই সোনাক্ষি-অর্জুনের। সিনেমার কাজে সমাপ্তি টানলেও গোপনে গোপনে দেখা করা এবং ঘুরে বেড়ানো যেন কিছুতেই বাদ দিতে পারছেন না তারা। এসবই প্রথম দিকে কেবল গুঞ্জন মনে করা হলেও সম্প্রতি অর্জুনের বোনের সাথে বিভিন্ন জায়গায় সোনাক্ষিকে দেখা যাচ্ছে। আর তাই গোপনে গোপনে প্রেমের খবরটি যেন সত্য প্রমাণিত হতেই চলেছে। কেবল শপিংয়েই নয়, সোনাক্ষি আর অর্জুন কাপুরের বোনকে সম্প্রতি গন গার্ল সিনেমার প্রিমিয়ারে একসাথে দেখা যায়। বরাবরই সোনাক্ষিকে অর্জুন বাড়ি পৌঁছে দিতে গেলেও এইদিন আশুলা কাপুরকে বাড়িতে পৌঁছে দেন সোনাক্ষি স্বয়ং। আর এমন সময়েই ক্যামেরাবন্দী হন তারা। ধারনা করা হচ্ছে সোনাক্ষি এবং অর্জুন দুজনই তাদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস এবং সফল পরিনতি টানতেই অর্জুনের বোন আশুলাকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষি।