Posts

Showing posts with the label World Cup

ফাইনালে কাকে সাপোর্ট দিব : শাকিব

Image
ফাইনালে কাকে সাপোর্ট দিব : শাকিব  ইনফো ডেস্ক : আমি ভেবেই পাচ্ছি না ফাইনালে কাকে সাপোর্ট দিব। আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম। তবে এবার আর্জেন্টিনারও ভক্ত হয়ে গেছি। মেসির খেলা দেখে মনে হচ্ছে তিনি গোল্ডেন বুট নিয়ে তবেই মাঠ ছাড়বেন। তাঁর পায়ে জাদু আছে। একবার বল পায়ে পেলেই হলো। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। জামানির্র লম্বা পাসের খেলা আমাকে মুগ্ধ করে। পুরো দলটারই বেশ এনার্জি আছে। ব্রাজিল সম্পর্কে তো নতুন করে বলার নেই! নেইমার একাই একশ। গত শুক্রবারে খেলায় ব্রাজিল বেশ ভালোভাবেই জিতেছে। আমি চাই ব্রাজিল আর আর্জেন্টিনা ফাইনাল খেলুক। তবে সেমিফাইনালের ছক কিন্তু আমি করে ফেলেছি। আমার মনে হয়, সেমিফাইনালে ব্রাজিল বনাম জার্মানি এবং আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস খেলবে। আমার ধারণা যদি ঠিক হয়, তবে ফুটবলকে নতুন করে চিনবে বিশ্ব। এত সুন্দর, গোছানো, ছন্দময়, গতিশীল বিশ্বকাপ ফুটবল আমি আগে দেখিনি। একটু চিন্তায় আছি ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে। দুই দলকেই পছন্দ করি। ভেবে পাচ্ছি না ফাইনালে কাকে সাপোর্ট করব। সিদ্ধান্তটা না হয় সেদিনই নেব। তবে মনেপ্রাণে চাই এই দুই দল ফাইনালে উঠুক।