Posts

Showing posts with the label Salman Khan

এবার কিক খাচ্ছেন জ্যাকুলিন

Image
CEn || গত বছর ‘কিক’ সিনেমায় জুটি বেধে দর্শকদের মাতিয়েছিলেন বলিউডের বিগহার্ট লাভার বয় ও সুন্দরী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তারই ধারাবাহিকতায় নির্মাণ হতে চলেছে ‘কিক’ এর সিক্যুয়েল। তবে দুঃসংবাদ হলো এতে সালমানের বিপরীতে জ্যাকুলিন থাকছেন না। সালমান খান দুবাইয়ের আইবা অ্যাওয়ার্ডে জানিয়ে দিলেন এ খবর। কোনও সৌজন্যতার ধার না ধেরেই বলে দিলেন, কিকের সিক্যুয়েল থেকে জ্যাকুলিন ফার্নান্দেজকে ‘কিক’ড আউট করা হয়েছে। এ খবরে ভ্রূ কুঁচকে যাওয়ারই কথা। কারণ, কিকের সাফল্যের পর জ্যাকুলিন সালমানের বেশ ঘনিষ্টই হয়েছিলেন বলা যায়। তবে গত মে’তেই বদলে যায় সমীকরণ। সালমানের মাথার ওপর তখন মামলার খাড়া ঝুলছে। যেকোনও সময় কারাগারে যায় যায় অবস্থা। ওই সময় গোটা বলিউডের অর্ধেক লোকজন চলে এসেছিল সালমানের পাশে। ছিলেন না কেবল জ্যাকুলিন। কারণটা তাই পরিষ্কার।

সালমানকে হটিয়ে ‘চুলবুল পান্ডে’ হলেন আরবাজ?

Image
MEn || চুলবুল পান্ডে আছে, অথচ সালমান খান নেই? ভারতে এ কথা হয়তো কেউ ভাবতেও পারেন না৷ কিন্তু ভেবেছেন একজন৷ তিনি আরবাজ খান। ‘দাবাং’-এর প্রযোজক। সালমানকে হটিয়ে তিনি নিজেই হয়েছেন চুলবুল পান্ডে। ‘দাবাং-৩’-এ কি তা হলে সালমান খান থাকছেন না? এমনিতেই সালমানের ‘হিট অ্যান্ড রান কেস’ নিয়ে দাবাং-৩ নিয়ে জটিলতা খানিকটা তৈরিই হয়েছিল। তবে তাতে আশঙ্কার কিছু নয়। আরবাজ চুলবুল হয়েছেন বটে, তবে ডাবস্ম্যাশ ভিডিওতে। ‘দাবাং-৩’-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।  নতুন এই ভিডিওর মোহে ওখল বলি তারকারা। সোনাক্ষি থেকে সলমন সকলেই এই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায়া পোস্ট করেছেন। সেখানেই আরবাজ সাজলেন চুলবুল পান্ডে৷ ভাই সালমানের ডায়লগেই অ্যাক্টিং করতে দেখা গেল তাঁকে। মজা করেই ‘চুলবুল’ হলেন পর্দার ‘মক্ষী’।

বলিউডে বিরল দৃশ্য, সালমানের প্রচারণায় শাহরুখ-আমির!

Image
MEn || বলিউডের প্রভাবশালী তিন তারকা অভিনেতা সালমান, শাহরুখ ও আমির খান। তাঁদের মধ্যে নীরব প্রতিযোগিতা সব সময়ই চলে। ছবির সাফল্যের মানদন্ডে কে কাকে ছাপিয়ে যাবেন সে চেষ্টাই থাকে তাঁদের। তবে সম্প্রতি ভিন্ন এক দৃষ্টান্তই স্থাপন করলেন সালমানের সমসাময়িক দুই তারকা অভিনেতা শাহরুখ খান ও আমির খান। সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালিয়ে খবরের শিরোনাম হয়েছেন তাঁরা। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার একটি ছবি প্রথম টুইটারে পোস্ট করেন শাহরুখ খান। গতকাল মঙ্গলবার পোস্ট করা ওই ছবির ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘আমি বিশ্বাস করি, নায়ক হওয়ার চেয়ে একজন ভাই হওয়া অনেক বড় একটি ব্যাপার। ‘‘ভাইজান’’ আসছে ২০১৫ সালের ঈদে।’ ভক্তদের উদ্দেশে শাহরুখ আরও লেখেন, ‘প্রথম ছবিটি আপনারা কতটা পছন্দ করলেন?’ ছবির প্রচারণা চালিয়েছেন টুইটারে। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার প্রথম ছবি আমিরও পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। পাশাপাশি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালাতে আমির টুইট করেন, ‘শিগগির আসছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়া টুডে। গতকাল মঙ্গলবার সালমানের অর্ধেক চেহারার ছবি পোস্...

একসঙ্গে কাজ করবেন সালমান-স্ট্যালন

Image
MEn || হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালন, সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন টুইটারে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করার জন্যে। শুধু ধন্যবাদই জানাননি, একসঙ্গে সালমানের সঙ্গে কাজ করার ব্যাপারেও ইচ্ছে প্রকাশ করেছেন এ অভিনেতা। তিনি জানিয়েছেন, আমরা একসঙ্গে যেকোনও একটা অ্যাকশন ছবিতে কাজ করতেই পারি। তাঁর প্রস্তাব রয়েছে ‘দ্য এক্সপ্যান্ডেবলে’র নয়া সিক্যুয়েলে একসঙ্গে কাজ করার ব্যাপারে। সম্প্রতি সালমান টুইটারে লিখেছিলেন, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন হলেন ‘হিরো অফ ইওর হিরো’।

আবার আদালতে সালমান খান

Image
 MEn || শিরোনাম পড়েই সালমানভক্তরা হয়তো ভাবছেন, হায় হায় আবার কি হলো আমাদের প্রিয় তারকার? না না, ভয় পাওয়ার কিছুই নেই। এবার কোনো অপরাধ করে আদালতে যেতে হয়নি বলিউড অভিনেতা সালমান খানকে। গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ মে পাঁচ বছরের কারাদÐ পেয়েছেন বলিউডের অভিনেতা সালমান। তবে এখন পর্যন্ত জেলের চার দেয়ালের ভেতর যেতে হয়নি তাকে। জামিনে মুক্তি পেয়ে এখন ব্য¯Í সময় পার করছেন কাশ্মিরে তার নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’ এর শুটিং নিয়ে।কাশ্মীরে কয়েকদিন শ্যুটিং করার পর এবার দুবাই যেতে চান। কিন্তু দেশ ছাড়ার

ক্যাটরিনার কথা মনে পড়লো সালমানের

Image
MEn || ভারতীয় অভিনেতা সালমান খান এখন ব্যস্ত তার নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'-এর শুটিং-এ। কাশ্মীরের চলছে সিনেমাটির শুটিং। আর সেখান থেকেই জানালেন, সাবেক প্রেমিকা ক্যাটরিনার কথা মনে পড়ছে তার। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করে সালমান লেখেন, "কাশ্মীর যার দেখা হয়নি, তার জীবনটাই বৃথা। সবাই বলে, পৃথিবীর বুকে যদি স্বর্গ থাকে তা হলে তা এখানেই আছে।" এরপর নিজের একটি ছবির সঙ্গে সালমানের আরেকটি টুইট ছিল, "প্রাকৃতিক সৌন্দর্যে ধনী কাশ্মির মাশাল্লাহৃমাশাল্লাহৃ" কিছুক্ষণ পর তিনি টুইট করেন, "মাশাল্লাহ থেকে মনে পড়ল, ক্যাটরিনা কাইফও কাশ্মীরের মেয়ে।" ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘মাশাল্লাহ মাশাল্লাহ’ গানের তালে নেচেছিলেন সালমান।

সুপারস্টার সালমান এখন গায়ক

Image
সুপারস্টার সালমান এখন গায়ক   ইনফো ডেস্ক : গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের আগামী ছবি ‘কিক’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন ৪৮ বছর বয়সী সুপারস্টার। হ্যাংওভার’ শিরোনামের গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। প্রেমের গানটিতে সালমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুরকার ত্রয়ী মিট ব্রাদার্স অঞ্জন। কিক’ ছবিতে সালমানের নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ।’হ্যাংওভার’ গানটিতে সালমানের সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী। মেহবুব স্টুডিওতে গানটির চিত্রায়ন হয়েছে দুই দিন ধরে। সাজিদ নাদিওয়াড়ওয়ালা পরিচালিত প্রথম ছবি ‘কিক’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে। ছবিটিতে আরও আছেন রণদীপ হুদা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।

এবার জ্যাকুলিনে মজেছেন সালমান

Image
এবার জ্যাকুলিনে মজেছেন সালমান  ইনফো ডেস্ক : ক্যাটরিনার সঙ্গে সম্পকের্র ইতি ঘটার পর কিছুদিন একাই ছিলেন সালমান খান। গুঞ্জন চলছে, এবার জ্যাকুলিনে মজেছেন সালমান। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে তিন কামরার একটি ফ্ল্যাট উপহার দিয়ে দিলেন সালমান খান। শ্রীলঙ্কান এই সুন্দরীও নিজের পুরোনো ঠিকানা ছেড়ে বান্দ্রার ওই ফ্ল্যাটে উঠেছেন। ফ্ল্যাট উপহার দিয়ে সেই গুঞ্জনকে আরও উসকে দিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। এমনকি ‘কিক’ ছবির একটি গানের দৃশ্যে নিজে থেকেই জ্যাকুলিনের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের আগ্রহ দেখান সালমান। তবে এই সম্পকের্র নাম ‘প্রেমিকা’ নাকি তা অবশ্য স্পষ্ট বলেননি। তবে জ্যাকুলিন ফ্ল্যাট পাওয়ার পর মজা করে বলেছেন, ‘সালমান এখন থেকে আমার রুমমেট।’