একসঙ্গে কাজ করবেন সালমান-স্ট্যালন
MEn || হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালন, সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন টুইটারে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করার জন্যে। শুধু ধন্যবাদই জানাননি, একসঙ্গে সালমানের সঙ্গে কাজ করার ব্যাপারেও ইচ্ছে প্রকাশ করেছেন এ অভিনেতা।
তিনি জানিয়েছেন, আমরা একসঙ্গে যেকোনও একটা অ্যাকশন ছবিতে কাজ করতেই পারি। তাঁর প্রস্তাব রয়েছে ‘দ্য এক্সপ্যান্ডেবলে’র নয়া সিক্যুয়েলে একসঙ্গে কাজ করার ব্যাপারে।
সম্প্রতি সালমান টুইটারে লিখেছিলেন, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন হলেন ‘হিরো অফ ইওর হিরো’।
Comments
Post a Comment