Posts

Showing posts with the label Daughter of gobindo

বলিউডে পা রাখাছেন গোবিন্দা কন্যা

Image
বলিউডে পা রাখাছেন গোবিন্দা কন্যা ইনফো ডেস্ক : বাবার পাশা-পাশি নিজেকে দেখতে চান বলিউডের পর্দায় গোবিন্দা কন্যা নর্মদা। সম্প্রতি একটি পাঞ্জাবি সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আসতে চলেছেন গোবিন্দা কন্যা নর্মদা। গোবিন্দা তার বিখ্যাত স্ট্রিট ডান্স স্টাইল ও অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে নিজের একটি নিজস্ব স্থান তৈরি করে নিয়েছেন। তিনি চান তার কন্যাও প্রথম সিনেমার মধ্যে দিয়েই অভিনয় জগতে এক স্বতন্ত্র স্থান তৈরি করুক। লন্ডনে ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোনা শেষ করে ভারতে ফিরে আসেন নর্মদা। কন্যার অভিনয় জগতে পা রাখা নিয়ে অসম্ভব উত্তেজিত বাবা গোবিন্দা। পাঞ্জাবি অভিনেতা গিপ্পি গারেওয়ালের বিপরীতে অভিনয় করবেন নর্মদা। গিপ্পি গারেওয়াল পাঞ্জাবি সিনেমার বেশ জনপ্রিয় একজন অভিনেতা। স্মীপ কাংগ পরিচালনায় এই ছবিটি সিনেমাটি রোমান্টিক কমেডি ধরনের সিনেমা। পাঞ্জাবি সিনেমায় অভিনয়ের পর এখন নর্মদা খাস বলিউডের সিনেমায় এন্ট্রি নেওয়ার জন্য খুবই ব্যস্ত। সূত্রে জানা গেছে নর্মদা জানিয়েছেন যে, তার অভিনয় ভবিষ্যৎ নির্ধারিত হবে পাঞ্জাবি সিনেমার সাফল্যের মধ্যে দিয়ে। নর্মদা ও গিপ্পি অভিনীত এই সিনেমাটি আগামী আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে। - ও...