Posts

Showing posts with the label Shuvo

শুভ-মৌটুসীর ‘যৌথ সুর’

Image
MEn || আজ সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘যৌথ সুর’। সায়মন জাকারিয়ার রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মৌটুসী। এতে দেখা যাবে, দাম্পত্য জীবনে স্ত্রী শিউলির সাথে স্বামী কবিরের স্বাভাবিক সর্ম্পক হলেও কবিরের ব্যাক্তিগত কিছু ভালোলাগার জায়গা দিনে দিনে ঈর্ষনীয় হয়ে ওঠে শিউলির কাছে। যেমন- ভিখারীর সাথে সম্পর্ক, চায়ের দোকানীর সাথে সম্পর্ক, ফুল বিক্রেতার সাথে সম্পর্ক। এইসব সম্পর্কের সাথে কবিরের একটা প্রিয় বিড়াল ও বুকশেলফ ভর্তি বইও আছে। এসবের প্রতি ভালোবাসার কারনেই স্ত্রী মনে করে কবির বোধ হয় তাকে ভালোবাসে না। একদিন কবিরের আড়ালে তার প্রিয় সব জিনিস ছুঁড়ে ফেলে দেয় শিউলী। ঠিক একইভাবে কবিরও একদিন স্ত্রীর প্রিয় একটি গহনা লুকিয়ে ফেলে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।

শুভকে নিয়ে সোহানের ‘জেদী’

Image
MEn || নির্ভরশীল পরিচালক সোহানুর রহমান সোহান এবার আরেফিন শুভকে নিয়ে নির্মাণ করছেন ‘জেদী’। গত সোমবার গুলশান লেডিস পার্কে মহরতের মাধ্যমে শুটিং শুরু করেছেন

শুভর মাথায় পিস্তল ধরলেন মাহি!

Image
শুভর মাথায় পিস্তল ধরলেন মাহি!  ইনফো ডেস্ক :‘অগ্নি’ সিনেমা খ্যাত নায়িকা মাহিয়া মাহি এবার মাথায় পিস্তল ধরলেন তাঁরই আরেক সহকর্মী আলোচিত চিত্রনায়ক আরেফিন শুভর মাথায়! মাহি ও শুভর এই দৃশ্যটি দেখা যাবে ‘পূর্ণ দৈঘ্য প্রেম কাহিনী’ খ্যাত পরিচালক সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ সিনেমায়।’ওয়ার্নিং’ সিনেমার মাধ্যমে মাহি দ্বিতীয়বারের মতো টিভি রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন। এর আগে সৈকত নাসিরের ‘দেশা-দ্য লিডার’ সিনেমাতেও রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছেন মাহি।’ওয়ার্নিং’ সিনেমার গল্পে দেখা যাবে একজন দুধর্র্ষ অপহরণকারী জিসান (আরেফিন শুভ) । অপরদিকে অপরাধী জিসানের পিছু নেয় অপরাধবিষয়ক সাংবাদিক তৃণা। আর এই তৃণা চরিত্রে রূপদান করছেন এ সময়ের আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহি।’ওয়ার্নিং’ ছবিটি প্রসঙ্গে সাফি জানালেন, ছবিতে দুধর্র্ষ সব অ্যাকশন দৃশ্যের পাশাপাশি তৃণা ও জিসানের প্রেমকাহিনি দর্শকের বিনোদনের খোরাক যোগাবে। পাশাপাশি ক্লাইমেক্স সিকোয়েন্সেও দর্শকের জন্য চমক থাকছে। শুভ ও মাহি ছাড়াও সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর ও রুবেল।’ওয়ার্নিং’ সিনেমায় ৬টি গান থাকছে। সবগুলো গানের সংগীতায়োজন করছ...