শুভকে নিয়ে সোহানের ‘জেদী’
MEn || নির্ভরশীল পরিচালক সোহানুর রহমান সোহান এবার আরেফিন শুভকে নিয়ে নির্মাণ করছেন ‘জেদী’। গত সোমবার গুলশান লেডিস পার্কে মহরতের মাধ্যমে শুটিং শুরু করেছেন
পরিচালক সোহান। আরেফিন শুভর সঙ্গে এই ছবির নায়িকা নবাগতা ইশারা। ছবিতে আরও একজন নায়িকা থাকবেন বলে জানালেন পরিচালক। তিনি জানান, এসএফ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মীয়মাণ ‘জেদী’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দিতি, আফরোজা বানু, ডিজে সোহেল ও মিশা সওদাগর। ‘জেদী’র কাহিনি লিখেছেন তুহিন, চিত্রনাট্য ও সংলাপ ছটকু আহমেদ, চিত্রগ্রহণে শহীদুল্লাহ দুলাল, সম্পাদনা একরাম এবং সংগীত পরিচালনায় কুমার বিশ্বজিৎ।
Comments
Post a Comment