এবার অ্যাডাল্ট সিনেমায় ইভলিন শর্মা

এবার অ্যাডাল্ট সিনেমায় ইভলিন শর্মা ইনফো ডেস্ক ॥অভিনয়ে নেমে প্রথম থেকেই বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন জার্মান-ভারতীয় মডেল ও অভিনেত্রী ইভলিন শর্মা। আর এবার দিলেন বোমা ফাঁটানোর মতো খবর। নিজের মুখেই ইভলিন জানালেন অ্যাডাল্ট সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, তার নতুন এ ছবির নাম ‘ডানক’। পরিচালনা করছেন হাসনাইন হায়দরাবাদওয়ালা। ক্রাইম-থ্রিলারধর্মী এ ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে বলিউডের দাপুটে অভিনেতা অনুপম খেরের কাছে হিন্দি ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন ইভলিন। কারণ, হিন্দি ভাষা এখনও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না তিনি। প্রায় প্রতিদিনই তার এই হিন্দি ভাষার প্রশিক্ষণ চলছে। এ ছবিতে রাফ এন্ড টাফ চরিত্রেই আবিষ্কার করা যাবে ইভলিন শর্মাকে। আর খবর হলো, এ ছবিটিকে প্রাপ্তবয়স্কদের ছবি হিসেবে মুক্তি দিতে যাচ্ছেন পরিচালক। কারণ, ছবিতে বেশ কিছু আপত্তিকর দৃশ্য এরই মধ্যে ধারণ করা হয়েছে। ছবির একাধিক দৃশ্যে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ইভলিন শর্মা। এছাড়া এক তরুণ অভিনেতার সঙ্গে রগরগে দৃশ্যে পারফরম করতেও দেখা যাবে এ অভিনেত্রীকে। অবশ্য পাশাপাশি এ ছবিতে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরার যথেষ্ট সুযোগ প...