সালমানকে হটিয়ে ‘চুলবুল পান্ডে’ হলেন আরবাজ?


MEn || চুলবুল পান্ডে আছে, অথচ সালমান খান নেই? ভারতে এ কথা হয়তো কেউ ভাবতেও পারেন না৷ কিন্তু ভেবেছেন একজন৷ তিনি আরবাজ খান। ‘দাবাং’-এর প্রযোজক। সালমানকে হটিয়ে তিনি নিজেই হয়েছেন চুলবুল পান্ডে।
‘দাবাং-৩’-এ কি তা হলে সালমান খান থাকছেন না? এমনিতেই সালমানের ‘হিট অ্যান্ড রান কেস’ নিয়ে দাবাং-৩ নিয়ে জটিলতা খানিকটা তৈরিই হয়েছিল। তবে তাতে আশঙ্কার কিছু নয়। আরবাজ চুলবুল হয়েছেন বটে, তবে ডাবস্ম্যাশ ভিডিওতে। ‘দাবাং-৩’-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।  নতুন এই ভিডিওর মোহে ওখল বলি তারকারা। সোনাক্ষি থেকে সলমন সকলেই এই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায়া পোস্ট করেছেন। সেখানেই আরবাজ সাজলেন চুলবুল পান্ডে৷ ভাই সালমানের ডায়লগেই অ্যাক্টিং করতে দেখা গেল তাঁকে। মজা করেই ‘চুলবুল’ হলেন পর্দার ‘মক্ষী’।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি