নাটকে পদার্পন মডেল তিশার


MEn || সকাল আহমেদ পরিচালিত ‘কাপল’ নাটকে স¤প্রতি অভিনয় করলেন তানজিন তিশা ও নাঈম। এটি রচনা করেছেন ওয়াহিদ ইবনে রেজা।
কক্সবাজারে হানিমুনে এসেছে সদ্যবিবাহিত দুই দম্পতি জাবির-কুমকুম এবং তৌহিদ-উর্মি। জাবির ও কুমকুম যেমন রোমান্টিক, তৌহিদ ও উর্মি ঠিক তার বিপরীত। উর্মি সারাÿণ তৌহিদের সঙ্গে মেজাজ দেখায়। অন্যদিকে কুমকুম জাবিরের প্রতি খুবই যতœশীল। তাদের সাথে যুক্ত হয় এক গাইড দম্পতি। এইসব দম্পতিদের নানা কর্মকাÐ আর ঘটন-অঘটন নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও শখ। ২২ মে, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি