রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন



রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন

ইনফো ডেস্ক মৌসুমীএকসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন মিলন ও মৌসুমীছবির নাম রাত্রির যাত্রীহাবিবুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরাএর আগে টিভিতে কাজ করলেও এবারই দুজন একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন
মিলনমৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘আমার সঙ্গে মৌসুমীর এটাই প্রথম ছবিআশা করছি, আমাদের দুজনের জুটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন
এক রাতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাত্রির যাত্রীএকটি মেয়ের স্বপ্নের পথে যাত্রা এবং স্বপ্ন পূরণের আকাক্সক্ষা নিয়েই ছবিটির গল্পছবিটিতে আরও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলুপরিচালক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি