মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’

মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’ 

 

 বিনোদন: ইমন-আঁচল জুটির প্রথম সিনেমা ‘স্বপ্ন যে তুই’ মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। সিনেমাটি মালয়েশিয়া, দুবাই ও বাহরাইনেও মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন এর পরিচালক মনিরুল ইসলাম সোহেল। সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ইংরেজি সাবটাইটেলও করা হয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ান প্রতিষ্ঠান রেডিয়েন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানান তিনি। তাদের সহযোগিতায় সিনেমাটি মালয়েশিয়ার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। পরিচালক সোহেল বলেন, ‘পুরো ব্যাপারটি নিভর্র করছে মালয়েশিয়ার সেন্সর বোডের্র ওপর। তারা সেন্সর ছাড়পত্র দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে মালয়েশিয়ার কোন অঞ্চলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে।
রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাতে আরও অভিনয় করছেন মীরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি