তিনি এখন সিনেমার নায়িকা

তিনি এখন সিনেমার নায়িকা 

ইনফো ডেস্ক : টিভি পর্দায় দীর্ঘদিন অভিনয়ের পর বেশ কিছুদিন হলো পুরোদমে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী লাক্স-তারকা জাকিয়া বারী মম। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন জড়িয়ে থাকা টিভি মাধ্যমকে একেবারে ছাড়তে পারেননি তিনি। সময় পেলেই কোন না কোন টিভি নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। আর সেই সুযোগটাই যেন এখন কাজে লাগাচ্ছেন মম। বর্তমানে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘সিনেমাওয়ালা’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ১০ই অক্টোবর থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, নাটকের গল্প আমার কাছে সত্যিই খুব ভাল লেগেছে। আর উপন্যাস অবলম্বনে নাটকে কাজ করতে আমার এমনিতেই ভাল লাগে। শুটিং ইউনিটের সবাই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সব মিলিয়ে অনেক দিন পর ভাল একটি নাটকে কাজ করতে পারছি বলে ভাল লাগছে। টিভি পর্দার জন্য আপাতত এই একটি নাটকেরই কাজ করছেন মম। এদিকে মম'র প্রথম বাণিজ্যিক ধারার ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি ‘প্রেম করবো তোমার সাথে’ নামে তার অভিনীত এ ছবিটি সেন্সর পেয়েছে। প্রথমবারের মতো বাণিজ্যিক ধারার ছবি মুুক্তি পাচ্ছে মম'র। এ নিয়ে প্রত্যাশার মাত্রাটাও কম নয় তার। মম বলেন, ছবিটি নিয়ে আমি প্রথম থেকেই খুব তআশাবাদী ছিলাম। জানি না কতটুকু সফল হবো। তবে এতটুকু বলতে পারি, আমি বরাবরই খুব আত্মবিশ্বাসী ছিলাম। এখনও আছি। টিভি নাটকে আমাকে দর্শক যেভাবে গ্রহণ করেছেন চলচ্চিত্রেও একইভাবে দর্শকের হৃদয়ে স্থান করতে পারবো। একটা কথা না বলে পারছি না। তা হলো এই দর্শকদের জন্যই কিন্তু আজকের মম। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার পর টিভি মিডিয়ায় কাজ শুরু করি। সেখান থেকে দর্শকের ভালবাসা পেয়ে এ পর্যন্ত আসা। তাই চলচ্চিত্রেও তারা আমাকে গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করি। রকিবুল আলম রকিবের পরিচালনা ‘প্রেম করব তোমার সাথে’ ছবিতে মম'র বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান ও আনিসুর রহমান মিলন। এ ছবি ছাড়াও মম'র হাতে আরও একটি ছবির কাজ। শিহাব শাহীনের পরিচালনায় এর নাম ‘ছুঁয়ে দিলে মন’। এখানে তার বিপরীতে রয়েছেন আরেফিন শুভ। এ ছবি নিয়ে তিনি বলেন, এটিও ব্যতিক্রমী একটি গল্প নিয়ে নির্মাণ হচ্ছে। প্রায় অনেকখানি কাজ শেষ হয়েছে। শুটিংয়ের আরও কিছু কাজ বাকি রয়েছে। আশা করি শিগগিরই বাকি কাজও শেষ হবে। মম চলচ্চিত্রে আসার পর থেকে অনেকের মাঝে একটি প্রশ্ন শোনা গেছে। তিনি কি টিভি নাটক থেকে দূরে সরে যাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে মম বলেন, টিভি নাটক থেকে আমি পরিচিতি পেয়েছি। সে জায়গাটা ছেড়ে আসার পরিকল্পনা নেই। যদিও ভবিষ্যৎ নিয়ে আমি কখনও কিছু বলি না। তবে এটুকু বলতে পারি, চলচ্চিত্রে যদি এর চেয়েও বেশি ব্যস্ত হয়ে যাই সে ক্ষেত্রে টিভি নাটকের কাজ ছেড়ে যাবো না। সময় করে হলেও দর্শকের জন্য কিছু নাটকে অভিনয় করবো। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া হুমায়ূন আহমেদের লেখা ও তৌকীর আহমেদের পরিচালনায় ছবি ‘দারুচিনি দ্বীপ'-এ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মম।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি