ভক্তদের সঙ্গে নাচলেন হৃত্বিক
CEn || আলোর রোশনাই, তারকার মেলায় সেজে উঠেছে মালয়েশিয়া। এবছর আইফা-র আসর বসতে চলেছে এখানেই। সেই উপলক্ষে এবছর আইফা-গ্রিন কার্পেটে সাগর পাড়ের দেশে দেখা মিলল বলি সেলেবদের।
বিপাশা বসু থেকে শুরু করে কীর্তি সোনান, জ্যাকলিন
ফার্নান্ডেজ, শ্রদ্ধা কাপুর, হুমা কুরেশি, জেনেলিয়া, রিতেশ দেশমুখ, মিকা সিং, হৃত্বিক রোশনকে এই এই তালিকায়। আর এই অনুষ্ঠানে এসে অনুরাগীদের সঙ্গে নাচে মাতলেন হৃত্বিক রোশন। সম্প্রতি ট্যুইটারে তাঁর ভিডিও পোস্ট করেছেন তিনি।
৫ জুন থেকে শুরু হয়েছে আইফা-র জলসা চলবে টানা দু’দিন ধরে। তবে সেলেবদের অপেক্ষার দিন ৭ জুই। এদিনই পতন হবে যবনিকার। জানা যাবে, কে কে জিতে নিলো এবছরের সেরার তকমা।
Comments
Post a Comment