অমিতাভের উপর গ্যাংস্টারদের হামলা!


MEn || এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চননের উপর গ্যাংস্টরদের হামলা হলো। গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে ২২ মে অমিতাভ তার একটি ছবির শুটিং করছিলেন। আর সে সময় শুটিং স্পটে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুই দুষ্কৃতিকারী।
জানা গেছে, খুব কাছাকাছি গুলি করা হয়েছিল অমিতাভের। তবে বিগ-বি নিরাপদেই রয়েছেন। দুষ্কৃতিকারীদের গুলিতে ফিল্মসিটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনা সম্পর্কে বিগ বি তার টুইটারে লিখেছেন, তার শুটিং স্পটের মাত্র ২০ ফুট দূরে গুলি চলেছে দুষ্কৃতিকারীরা। ‘গ্যাং ওয়ারে’ একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছেন, মুম্বাইয়ের এই জনপ্রিয় শুটিং স্পটে বেলা ২টার দিকে গুলি চলে। শিবসেনা ফিল্ম শাখার পদাধিকারী তথা নিরাপত্তা এজেন্সির মালিক রাজু সিন্ধে এক গাছের নিচে চেয়ারে বসে ছিলেন। দুই দুষ্কৃতিকারী মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে অন্য নিরাপত্তারক্ষীরা তাদের তাড়া করেন। তারা মোটরসাইকেল রেখে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায়।
মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার ফতে সিং পাটিল জানিয়েছেন, আহত সিন্ধিকে নানাবতী হাসপাতালে পাঠানো হয়েছে। তার পেটে দুটি এবং ডান হাতে একটি গুলি লেগেছে। পুলিশ ওই মোটরসাইকেল আটক করেছেন। ঘটনার সময় বিগ বি কোনো ছবির শুটিংয়ে ছিলেন তা এখনও জানা যায়নি। টুইটারে তিনি শুধু এতটুকু জানিয়েছেন, ফিল্মসিটিতে শুটিং চলছিলো। তখনই মাত্র ২০ ফুট দূরে ‘গ্যাং ওয়ার’ হয়।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি