রণবীরকে সান্ত¡না দিতে পাশে রয়েছেন বাবা


CEn || বলিউড অভিনেতা রণবীর কাপুরের টানা তিন তিনটি সিনেমায় ব্যর্থতা তার ভক্তরা মানতে না পারলেও বাবা ঋষি কাপুর ছেলের পাশেই রয়েছেন। ‘বেশরম’, ‘রয়’ ও ‘বম্বে ভেলভেট’ সিনেমাগুলো একেবারে ফ্লপ হয়েছে। এতে স্বাভাবিকভাবেই রণবীরের মন খারাপ হতেই পারে। তবে ঋষি বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন এসব কিছুই ঠিক হয়ে যাবে।
আর এখনই ফ্লপ হয়েছে, এটা রণবীরের জন্য ভালোই হয়েছে, কেননা সে এখন ভুল থেকে শিখেতে পারবে। ঋষি এও মনে করিয়ে দেন অতীতে যখন তার সিনেমাও এরকম ব্যর্থ হত, সেখানে তার অভিনয় কখনোই খারাপ হত না। একইভাবে রণবীরের সিনেমাতেও রণবীরের অভিনয় ভালো হয়েছে। কেউই রণবীরের অভিনয় নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। এই না হলে বাবার মতো বাবা!


Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি