গান দিয়ে মঞ্চ মাতালেন সোনাক্ষি

CEn || ‘দাবাং’ খ্যাত বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা গত ৫ জুন আইফা অ্যাওয়ার্ডে সকলের সামনে তার গানের প্রতিভা তুলে ধরলেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া এই ইভেন্টটিতে দর্শকসারিতে বসা সকলকে নিজের গান দিয়ে এবারে মুগ্ধ করলেন সোনাক্ষি সিনহা।
অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল এ বছর আইফা অ্যাওয়ার্ডে গান গাইবেন সোনাক্ষি সিনহা। মিকা সিংয়ের সঙ্গে টানা অনেকদিন অনুশীলনের পর আইফার মতো মঞ্চে গান গাইতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। মিকা সিংও পরে মঞ্চে সোনাক্ষির সঙ্গে যোগ দিয়েছিলেন।
পরে মিকা সিং সোনাক্ষির গানের প্রশংসায় রীতিমত পঞ্চমুখ হয়ে গিয়েছেন। গত ২ জুন ২৮ বছরে পা দেওয়া অভিনেত্রী সোনাক্ষি সিনহা নিঃসন্দেহে ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি গানেও যে তিনি সমান পারদর্শী তারই প্রমাণ দিলেন তিনি।




Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি