মমর নতুন সিদ্ধান্ত
মমর নতুন সিদ্ধান্ত
ইনফো ডেস্ক :মাত্র কয়েকদিন আগেই জাকিয়া বারী মম ঘোষনা দিয়েছিলেন তিনি আর ছোটপর্দায় অভিনয় করবেন না। এখন থেকে শুধু সিনেমাতেই কাজ করবেন তিনি। তবে সে ঘোষনা থেকে সরে এসেছেন মম। নিয়েছেন নতুন সিদ্ধান্ত।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মম এখন থেকে সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করবেন। অতি সম্প্রতি একটি নাটকে কাজ করার কথা পাকাপাকি করেছেন তিনি। নাটকের নাম ‘ইরাবতী ফ্যান্টাসি’। এটি রচনা ও পরিচালনা করছেন সেতু আরিফ। এখানে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে।
জানা গেছে, নাটকটির চিত্রায়ন হবে কক্সবাজারে। মম ও মিলনের বাইরেও এখানে আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম। নাটকে একজন চাকরিজীবী নারীর ভূমিকায় দেখা যাবে মমকে। আসছে কোরবানির ঈদে কোন একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানা গেছে।
মম বলেন, আমি মনে প্রাণে চেয়েছিলাম শুধু বড় পর্দাতেই কাজ করবো। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে উঠেনি। বড় পর্দায় কাজ করার পর অবসর মিললেই কেবল নাটক-টেলিছবিতে কাজ করছি। তবে সেক্ষেত্রে অনেক পছন্দসহ গল্প ও চরিত্র হলেই শুধু করছি। এর বাইরে নয়।
Comments
Post a Comment