একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা

একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা

 ইনফো ডেস্ক : সমকালীন দুই অভিনেত্রী এক ফ্রেমে একই পণ্যের মডেল হচ্ছেন। তারা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও সোনাক্ষী সিনহা।
প্যান্টিনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন তারা। যদিও সময় ফাঁকা না থাকায় দু’জনের কাজ হবে ভিন্ন ভিন্ন দিনে। সোনাক্ষীর মুখপাত্র জানান, একই বিজ্ঞাপন চিত্রে মডেল হলেও একসঙ্গে কাজ করবেন না তারা। ব্যস্ত সময়সূচির কারণেই এমন হচ্ছে।
প্রিয়াঙ্কা এখন মেরি কমের জীবনীনিভর্র ছবি এবং জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ছবিতে অভিনয় করছেন। অন্যদিকে সোনাক্ষী ব্যস্ত ‘অ্যাকশন জ্যাকসন’ এবং ‘তেভার’ ছবির কাজ নিয়ে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি