যৌন নির্যাতনে শিকার পুজা মিশ্রা
যৌন নির্যাতনে শিকার পুজা মিশ্রা
ইনফো ডেস্ক : প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়ার মাঝে শ্লীলতাহানি ও দুর্ব্যবহারের মামলা যখন চলছে তখন ফের একবার বলিউডের অপর এক নায়িকার স্বামীর বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। অভিনেত্রী ও বিগবস ৫ এর প্রতিযোগী পুজা মিশ্রা বলিউডের ‘খাল্লাস গার্ল’ ইশা কোপিকারের স্বামী রোহিত নারঙ্গ ও তার ভাই রোহন নারঙ্গের যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।পুজা পুলিশের কাছে অভিযোগ করেছেন রেহিত ও রোহন নারঙ্গ তাকে একটি ছবিতে রোল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে পুনার একটি জনশূন্য এলাকার নিয়ে যায় ও গাড়িতে তার সঙ্গে যৌন হয়রানি করেন। দুই ভাইয়ের বিরুদ্ধে ৩৫৪, ৫০৬ (বি) ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুজা গত ১৯ জুন পুনার মুন্ডবা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন এই দুই ভাই অনেক বছর ধরেই তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং অভিযোগ করলে তার খারাপ ফলের হুমকিও দিয়েছেন। পুজার বক্তব্য অনুযায়ী এই দুই ভাই এর আগেও দু’বার তার যৌন নির্যাতন করেছেন।
পুজা দুই অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও করেছেন। এছাড়াও পুজার অভিযোগ তারা তার ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকও করেছেন। এমনকি তারা পুজার পিছনে কিছু লোক লাগিয়ে রাখেন যাতে পুজা পুলিশের কাছে অভিযোগ করতে না পারে। এমন ঘটনার কথা প্রকাশ্যে আসলেও জানা গেছে, ইশা কোপিকার গর্ভবতী এবং তিনি মা হতে যাচ্ছেন এবং তার স্বামী ও দেওর দেশের বাইরে রয়েছেন।
Comments
Post a Comment