আবার সাইফের সাথে প্রীতি

আবার সাইফের সাথে প্রীতি

http://my1info.blogspot.com/
ইনফো ডেস্ক : প্রীতি জিনতা ফের একবার আসতে যাচ্ছেন পর্দায়। সাইফ আলি খানের পরবর্তী ছবি ‘হ্যাপি এন্ডিং’য়ে এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন প্রীতি। এর আগেও ‘ক্যায়া কেহেনা’ ও ‘সালাম নমস্তে’ ছবিতে সইফের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রীতি। দীর্ঘ ১৬ বছর পর আবার সাইফের সঙ্গে স্ক্রীন শেয়ার করবেন তিনি। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন প্রীতি। তবে ফের একবার ছবির জগতে পা রেখে অনেকটাই স্বস্তিতে রয়েছেন তিনি। নিজের উছ্বাস ট্যুইটারে পোস্টও করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘যেখান থেকে ক্যারিয়ার শুরু করেছিলেম সেই একই জায়গায় আবার গিয়ে খুব মজা হচ্ছে।’ ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে সাইফ আলি খানকে দেখা যাবে তিন ভিন্ন লুকে। যদিও ওই ছবির বিষয়ে আর কিছুই এখনও পর্যন্ত জানানো হয়নি। ছবিতে সাইফের বিপরীতে রয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি