আবারো সানিকে নিয়ে ইউটিউবে ঝড়
আবারো সানিকে নিয়ে ইউটিউবে ঝড়
ইনফো ডেস্ক : আবার ‘হেট স্টোরি টু’ ছবির আইটেম গানে নেচেছেন তিনি। এর শিরোনাম ‘পিঙ্ক লিপস’। ইউটিউবে গানটির ভিডিও প্রকাশ হতেই ঝড় উঠেছে।‘পিঙ্ক লিপস’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মিট-ব্রস-অঞ্জন। কুমারের লেখা গানটিতে কণ্ঠ দিয়ে খুশবু গ্রেওয়াল।
এই গানের মাধ্যমে সিকুয়েলের আইটেম গানে নৃত্য পরিবেশনের হ্যাট্রিক করলেন সানি লিওন। ছবিগুলো হলো ‘জিসম টু’, ‘রাগিনী এমএমএস টু’, ‘হেট স্টোরি টু’।
এর আগে ‘শুটআউট অ্যাট ওয়াদালা’র আইটেম গানে নৃত্য পরিবেশন করেন সানি লিওন। কিছুদিন আগে নিজের অভিনীত ‘রাগিনী এমএমএস ২’- ছবির ‘বেবি ডল’ গানে নেচে ঝড় তোলেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।
Comments
Post a Comment