শুরু হলো ‘অজ্ঞাতনামা’র শুটিং


MEn || ২৬ মে থেকে রাজবাড়ি জেলার পাংশায় শুটিং শুরু হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবির শ্যুটিং। এ দিন শুটিংয়ে অংশ নেন মোশাররফ করিম ও নিপুণ। ৪ জুন পর্যন্ত পাংশাতেই চলবে এর শুটিং। এরপর শুরু হবে রাজবাড়ির গোয়ালন্দে।
অপরাধ জগতের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে ফরহাদ নামের একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম আর বিউটি চরিত্রে অভিনয় করেছেন নিপুণ।
উল্লেখ্যেএটি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থতম চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেন ‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি