হাওয়া থেকে পাওয়া: পাঁচ নায়িকার অজানা প্রেম কাহিনী

হাওয়া থেকে পাওয়া: পাঁচ নায়িকার অজানা প্রেম কাহিনী 

টেকনো ডেস্ক : প্রিয় নায়িকার ব্যক্তি জীবন নিয়ে মানুষের কৌতুহলের কমতি নেই। প্রিয়.কম এর পাঠকদের জন্য হাওয়া থেকে পাওয়া খবরে এবার থাকছে আলোচিত পাঁচ নায়িকা পপি, আঁচল, রেসি, সাহারা ও শায়না আমিন’কে নিয়ে তাদের ক্যারিয়ার, প্রেম ও ব্যাক্তি জীবনের কিছু অজানা তথ্য। ১৯৯৬ সালে মমতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে বড় পর্দায় আগমন ঘটে গ্ল্যামারাস নায়িকা পপির। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচিত এই নায়িকাকে নিয়ে মিডিয়াতে নানা গুঞ্জন রটে আসছিল। আরেক আলোচিত নায়ক শাকিল খান একসময় পপিকে নিজের বিয়ে করা বউ বলে দাবি করেন। কিন্তু বিয়ের ঘটনাকে নিছক গুজব ছাড়া কিছু নয় বলে জানান পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে নিয়ে নানা সময়ে একাধিক ব্যক্তি সাথে সম্পকের্র কথা শোনা গেছে। বর্তমানে এই পড়তি নায়িকার চারটি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। তবে সেই ছবি গুলো আদৌ মুক্তি পাবে কিনা এ নিয়েও সংশয় রয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকাই ছবির সবচেয়ে আলোচিত নায়িকার নাম আঁচল। ২০১১ সালে ‘বেইলি রোড’ ছবির মাধ্যমে ঢালিউডের পা রাখেন তিনি । বর্তমানে নির্মিত একাধিক ছবির নায়িকা আঁচল। যদিও এখন পর্যন্ত তিনি কোন হিট ছবি উপহার দিতে পারেনি। তবুও প্রায় ডজন খানেক ছবি আছে আলোচিত এই নায়িকার হাতে। ক্যারিয়ারের শুরুতেই এই নায়িকা জড়িয়ে পরেন গসিপে। গুঞ্জন ওঠে, বেইলি রোড সিনেমা করার সময় ভালবেসে বিয়ে করেন সেই ছবির প্রযোজককে কিন্তু সে বিয়ে টেকেনি বেশি দিন। সব কিছু চুকিয়ে তিনি অভিনয়ে মনোনিবেশ করেছেন। সম্প্রতি আঁচল-শাকিব অভিনীত ‘ফাঁদ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এছাড়াও ঈদের পর যেকোনো সুবিধা মতো সময়ে মুক্তি পাবে আঁচল-শুভ অভিনীত আলোচিত ছবি ‘কিস্তিমাৎ’। রেসি প্রযোজক অভিনেতা ডিপজলের নায়িকা হিসেবেই পরিচিত তিনি। ডিপজল-এর সাথে প্রায় হাফ ডজন সিনেমাতে অভিনয় করেছেন। একসময় গুঞ্জন রটেছিল রেসি-ডিপজল চুটিয়ে প্রেম করছেন। কিন্তু যে আশার আলো নিয়ে রেসি সিনেমাতে নাম লিখিয়েছিলেন সেটা পূরণে তিনি ব্যথ হন। কারণ পঞ্চাশ ঊর্ধ্ব এই নায়ক ডিপজলের সাথে নিয়মিত অভিনয় করায় তাকে দিয়ে অন্য পরিচালক-প্রযোজকরা প্রধান নায়িকা হিসেবে কাজ করানোর ঝুঁকি নেননি। এক পর্যায়ে ২০১১ সালে ২য় বিয়ের পরে সিনেমা জগৎকে বিদায় জানান এই নায়িকা। তবে সম্প্রতি দীর্ঘ বিরতি শেষ করে ফের জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আসছেন রেসি। আর নতুন এই ছবিতেও ডিপজলের নায়িকা হিসেবে দর্শক দেখতে পাবেন রেসি’কে। শায়না আমিন অনেক আশা ও উদ্দীপনা নিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছিলেন। কাজ করেছেন মেহেরজান, পিতা, ও পুত্র এখন পয়সা ওয়ালা ছবি তিনটিতে। এর মধ্য দুটি ছবি আগেই মুক্তি পেয়েছে। বর্তমানে মুক্তির মিছিলে রয়েছে তার পুত্র এখন পয়সা ওয়ালা ছবিটি। ক্যারিয়ারের প্রথম দিকেই প্রেমিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন মিষ্টি মেয়ে শায়না। পারিবারিক ভাবে বিয়ে মেনে না নেওয়াতে দীর্ঘ দিন পর্দার অন্তরালে ছিলেন এই মডেল অভিনেত্রী। ঢাকাই ছবির আরেক আলোচিত নায়িকা সাহারা। তার প্রথম চলচ্চিত্র ‘রুখে দাঁড়াও’২০০৩ সালে মুক্তি পায়। ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান। শুরুটা ভালই হয়েছিল তার। কিন্তু বিগ বাজেটের ছবি ‘ঢাকা টু বোম্বে’তে কাজ করার সময় প্রেম করে বিয়ে করেন সেই সিনেমার প্রযোজককে। তবে সেই বিয়ে স্থায়ী হয়নি বেশি দিন। সাহারা অভিনীত শেষ মুক্তি প্রাপ্ত ছবির নাম ‘তোকে ভালবাসতেই হবে’। ছবিতে তার নায়ক ছিলেন জায়েদ খান। বর্তমানে সাহারা ফের অভিনয়ে ফিরতে চাইছেন বলে জানা গেছে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি