আলোচিত-সমালোচিত পোশাক কানে আগত তারকাদের

MEn ||  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান। দক্ষিণ ফ্র্যান্সের কান নগরীতে ১৯৪৬ সাল থেকে আয়োজিত হচ্ছে উৎসবটি। এবার ছিল এ উৎসবটির ৬৮ তম আসর। পৃথিবীর বিভিন্ন দেশের তারকারা তাদের হাজির হন এ উৎসবে। চলচ্চিত্র উৎসব হলেও মূলত সকলের নজর থাকে অনুষ্ঠানের লালগালিচা এবং তারকাদের নানা রঙের পোশাকের দিকে। তারকারা বর্ণিল পোশাকে হাজির হন কানের লালগালিচায়। নতুন নতুন পোশাকে কোনো কোনো তারকা হন আলোচিত এবং নন্দিত। কিন্তু নিন্দিতও হতে হয় অনেককে। এবারের কান চলচ্চিত্র উৎসবের তারকাদের আলোচিত এবং সমালোচিত কিছু পোশাক নিয়েই আমাদের আজকের রচনা। ঐশ্বরিয়া রাই বচ্চন : এবারের আসর দিয়ে মোট ১৪ বার কান উৎসবের হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর অ্যাশ মানেই যেন বিশেষ কিছু। ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম কানের লালগালিচায় হেঁটেছিলেন। কয়েক বার পোশাকের কারণে সমালোচিত হলেও এবার তার রাল্ফ অ্যান্ড রুশো গাউন সবাইকে
মুগ্ধ করেছে। তাই এবারের কান উৎসবে সেরা পোশাকের তালিকায় তিনিই সবার চেয়ে এগিয়ে।
নাওমি ওয়াটস : ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটস কানে স্ট্যান্ডিং টল সিনেমার বিশেষ প্রদর্শনীর জন্য একটি এলি সাব গাউন পরে আসেন। পোশাকটির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, যেকোনো পোশাককে ঠিকভাবে উপস্থাপন করতে পারলে সেটির প্রশংসা পাওয়া সম্ভব। তার মুক্তা এবং পালকখচিত এ পোশাকটি এবারের কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে আলোচিত পোশাক। পোশাকটির জন্য বেশ প্রশংসিত হয়েছেন নাওমি ওয়াটস।
লুপিতা নাইওঙ্গ : ফ্যাশনটাকে খুব দ্রুত আয়ত্ত করতে পেড়েছেন টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ খ্যাত এ তারকা। এবারের কান চলচ্চিত্র উৎসবে নিজের ফ্যাশন দিয়ে একটু হলেও সবাইকে অবাক করতে পেরেছেন মেক্সিকান-কেনিয়ান এ তারকা। সবুজ রঙের একটি পোশাকে লালগালিচায় হাজির হয়েছিলেন এ অভিনেত্রী।
কেট ব্লানচেট : জাত সুন্দরী বলতে যা বোঝায় তেমটিই মনে হয়েছে এ তারকাকে। কানের লালগালিচায় মোহনীয় রূপে সবাইকে মুগ্ধ করেছেন অস্ট্রেলিয়ান এ অভিনেত্রী। জাইলসের সাইকেডেলিক গাউন পরে সকলের প্রশংসা কাড়েন ব্লু জেসমিন সিনেমা খ্যাত কেট ব্লানচেট।
রেচেল ভাইস : এ অভিনেত্রী একটি লং স্লেভ টিল সাটিন প্রাডা গাউন পরে যখন লাল গালিচায় আবির্ভূত হন, সবাই তার পোশাকটি তীক্ষ্ন দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে শুরু করেন। এ অভিনেত্রীর পোশাক সবাইকে চল্লিশের দশকের পোশাকের কথা মনে করিয়ে দেয়।
চার্লিজ থেরন : লালগালিচা মানেই সবার নজর কাড়েন চার্লিজ থেরন। এটি আবারো প্রমাণ করলেন এ মডেল-অভিনেত্রী। গুচি গাউন পরে এবারের কানের লালগালিচায় ঝড় তোলেন এ তারকা। ম্যাড ম্যাক্স সিনেমার বিশেষ প্রদর্শনীতে এ পোশাক পরেন তিনি।
টিলডা সুইনটন : এ অভিনেত্রী কী ভেবে পোশাকটি পরে এসেছিলেন সেটি অনেকের কাছেই বোধগম্য হয়নি। পরবর্তীতে অবশ্য অন্য একটি চমৎকার পোশাক পরে ব্যাপারটি কিছুটা হলেও পুষিয়ে নিতে পেরেছেন এ প্রবীণ অভিনেত্রী। 
ক্যাটরিনা কাইফ : একটি আমেরিকান ট্যাবলয়েড বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কানের লালগালিচায় অভিষেককে হতাশাজনক আখ্যায়িত করেছেন। এ অভিনেত্রী লালগালিচায় লাল পোশাক, লাল লিপস্টিক এবং লাল চুল নিয়ে হাজির হন। অনেকেই তার এ ধরনের ফ্যাশনের সমালোচনা করেছেন। কী ভেবে তার স্টাইলিশ তাকে এ ধরনের পোশাকে হাজির করলেন এমন প্রশ্নও তুলেছেন ফ্যাশন বোদ্ধারা।  
সিয়েনা মিলার : কানের লালগালিচায় জমকালো পোশাকেই হাজির হয়েছিলেন ব্রিটিশ অভিনেত্রী সিয়েনা মিলার। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি এ অভিনেত্রী। বরং তার এ পোশাকে অনেকেই অবাক হয়েছেন। অনেকের ধারণা কোনো শিশুর ঘুড়ি থেকে অনুপ্রাণিত হয়েই এমন পোশাক পরেছেন এ তারকা।
বিয়র্ক : অনেকেই বার্থডে কেক বলে হয়তো ভুল করবেন। ইনি আসলে চীনা গায়িকা বিয়র্ক। তার পোশাকে অবাক হননি উপস্থিত কেউই। কারণ সব সময় এ ধরনের পোশাকই পরেন এ কণ্ঠশিল্পী। কিন্তু এ গায়িকার কাছে সবার পরামর্শ, লালগালিচাকে অন্তত একটু গুরুত্বপূর্ণভাবে নেবেন এ তারকা।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি