ম্যাডোনার পোশাক মিলিয়ন ডলারে বিক্রি

ম্যাডোনার পোশাক মিলিয়ন ডলারে বিক্রি 

## ম্যাডোনার কিছু পোশাক এবং সাজসজ্জার সামগ্রী সেলেব্রিটিদের জন্য ডাকা নিলামে ৩ মিলিয়নেরও বেশি ডলারে বিক্রি হয়েছে। এগুলো তিনি তার সমগ্র ক্যারিয়ারে বিভিন্ন গান এবং সিনেমার অনুষ্ঠানে পরেছিলেন।
ডেসপারেটলি সিকিং সুজানে পরা একটি জ্যাকেট সর্বোচ্চ ২৫২, ০০০ ডলারে বিক্রি হয়েছে যেখানে ম্যাটেরিয়াল গার্ল গানটিতে পরা একটি গাউন প্রায় ৭৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। এছাড়াও ক্যালিফোর্নিয়ায় ডাকা নিলামটিতে মাইকেল জ্যাকসন , চের এবং বিটলসের ব্যবহার করা সামগ্রী ছিল।
ম্যাডোনা যখন ১৯৮৫ সালে শন পেনকে বিয়ে করেছিলেন সেই বিয়ের পোশাকটি বিক্রি হয় ৮২ হাজার ডলারে যেখানে হুজ দ্যাট গার্ল ট্যুর করার সময় পরা পোশাকটির নিলাম ওঠে ৫০ হাজার ডলার পর্যন্ত।
অন্যান্য যেসব সামগ্রী মানুষকে আকর্ষণ করে তার মাঝে জন লেননের ব্যবহার করা চশমাটি ২৫ হাজার ডলারে এবং এলভিস প্রিসলির একটি আংটি প্রায় ৫৮ হাজার ডলারে বিক্রি হয়।
দুই দিনের ডাকা এই নিলামে গিটারও বিক্রি হয়েছে। স্টিফেন স্টিলের একটি ১৯৪০ গিবসন জে২০০ ও এই নিলামে বিক্রি হয়।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি