কমনওয়েলথ গেমসে গান গাইবেন কাইলি

কমনওয়েলথ গেমসে গান গাইবেন কাইলি

টেকনো ডেস্ক : যুক্তরাজ্যে স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী মাসে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন কাইলি মিনোগ। ৩ আগস্ট হ্যাম্পডেন পার্কে পাঁচটি গান গেয়ে শোনাবেন তিনি। তার প্রতিনিধিরা আন্তর্জাতিক মানের এই অনুষ্ঠানের কাজ এনে দিতে পারায় বেজায় খুশি কাইলি।
অস্ট্রেলিয়ান সংগীতশিল্পীরা যুক্তরাজ্যে ভালো অবস্থান গড়তে পারলেও কাইলি এদিক দিয়ে বরাবরই পিছিয়ে আছেন। বিয়ন্সে নোলস কিংবা রিয়ান্নার মতো খ্যাতি অর্জন করতে পারেননি ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান গায়িকা।
তবে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান তাকে কয়েক ধাপ এগিয়ে দেবে বলে মনে করছেন তিনি।
এ বছরের ১৪ মার্চ বাজারে এসেছে কাইলির দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘কিস মি ওয়ান্স’। যুক্তরাজ্যে এটি ভালোই চলেছে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি