সত্তরের দশকটি ছিলো আমার জন্য দুর্বিষহ: আল-পাচিনো
MEn || ৭০’এর দশকটি নিজের জন্য দুর্বিষহ ছিলো বলে মন্তব্য করেছেন হলিউডের ‘গড ফাদার’ খ্যাত অভিনেতা আল-পাচিনো।
‘গড ফাদার’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে কিংবদন্তি বনে যাওয়া এই হলিউডি অভিনেতা নিজের অতীত সম্পর্কে ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সত্তুরের দশকটি আমি ভুলেও মনে করতে চাই না। ওই সময়টায় আমি ঘোরতর
মদ্যপ একজন মানুষ ছিলাম। সব সময় মদের মধ্যে ডুবে থাকতাম। যদিও সত্তরের দশকেই আমার ক্যারিয়ার দাঁড়িয়ে যায়, তারপরেও এই দশকটি আমি মনে করতে চাই না।
১৯৭০ সালের দশকটিকে ‘দুর্বিষহ’ উল্লেখ করে আল পাচিনো আরো বলেন, এই দশকটিতে আমি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। যা ভাবলে আমার মাথা ধরে উঠে। আমি কখনোই সত্তরে ফিরে যেতে চাই না। ক্যারিয়ারে নিজের ‘দুর্বিষহ’ জীবনের কথা উল্লেখ ছাড়াও ‘সোনালি সময়’-এর কথাও বলেন আল পাচিনো। আশির দশককে নিজের সোনালী সময় বলে উল্লেখ করেন এই অসামান্য অভিনেতা।
১৯৭২ সালে প্রথম মুক্তি পায় ব্লকবাস্টার সিনেমা ‘গড ফাদার’। যা অভিনেতা আল-পাচিনোর ক্যারিয়ারকে প্রশমিত করে। তাকে একজন প্রথম সারির অভিনেতা হিসেবেও স্বীকৃতি এনে দেয় এই গড ফাদার চলচ্চিত্রটি। অথচ এই সিনেমায় তাকে পরিচালক কোপোলা প্রথমে তাকে নিতেই চাননি।
Comments
Post a Comment