স্বপ্নে বিভোর কিম-ওয়েস্ট জুটি!
MEn || আগেই ঘোষণা দিয়েছিলেন, মহা ধুমধামে নিজেদের প্রথম বিবাহ বার্ষিক পালন করবেন বিতর্কতি মডেল ও টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান ও র্যা পার শিল্পী কাইনি ওয়েস্ট জুটি। করলেনও তা। কিন্তু তাদের মনোবাঞ্ছা অন্য, প্রথম বিবাহ বার্ষিক উপলক্ষে পরস্পর টুইটারে নিজেদের স্বপ্নের কথা বললেন। একসাথে সারা জীবন ঘর করার স্বপ্ন!
তারকাদের মধ্যে এমনিতে যেখানে বিবাহ বিচ্ছেদের এত রমরমা, সেখানে কিম-কাইনির মতো মেগা সেলেব্রিটিদের বিবাহবার্ষিকী একটা গরম খবর বটে! চলতি মাসের ২৪ তারিখে বিয়ের এক বছরপূর্তিও করে ফেললেন তারা। বস্ত্তত , কিমও এই 'সাফল্য 'য় বেশ খুশি। পরস্পর স্বপ্নে বিভোর তারা। এ সম্পর্কে কিমের স্বামী কাইনি ওয়েস্ট টুইট করে বলেন, আমি আমার স্বপ্নের নারীকে পেয়ে অভিভূত! আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই।
স্বামী ওয়েস্টের এমন টুইটের পর তিমও একটি ফিরতি টুইট করে একই মনোবাঞ্ছা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছর এই মে মাসে ইতালিতে মহা -ধূমধাম করে হয়েছিল দুই তারকার বিয়ের অনুষ্ঠান৷ তাতে হাজিরও ছিলেন সেলেব্রিটিদের একটা বড় অংশ৷
তারকাদের মধ্যে এমনিতে যেখানে বিবাহ বিচ্ছেদের এত রমরমা, সেখানে কিম-কাইনির মতো মেগা সেলেব্রিটিদের বিবাহবার্ষিকী একটা গরম খবর বটে! চলতি মাসের ২৪ তারিখে বিয়ের এক বছরপূর্তিও করে ফেললেন তারা। বস্ত্তত , কিমও এই 'সাফল্য 'য় বেশ খুশি। পরস্পর স্বপ্নে বিভোর তারা। এ সম্পর্কে কিমের স্বামী কাইনি ওয়েস্ট টুইট করে বলেন, আমি আমার স্বপ্নের নারীকে পেয়ে অভিভূত! আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই।
স্বামী ওয়েস্টের এমন টুইটের পর তিমও একটি ফিরতি টুইট করে একই মনোবাঞ্ছা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছর এই মে মাসে ইতালিতে মহা -ধূমধাম করে হয়েছিল দুই তারকার বিয়ের অনুষ্ঠান৷ তাতে হাজিরও ছিলেন সেলেব্রিটিদের একটা বড় অংশ৷
Comments
Post a Comment